WB assembly election 2021: চণ্ডীতলায় নির্বাচনী প্রচারে `বিদ্বেষমূলক ভাষণ`, BJP-কে শোকজ কমিশনের
এই বিধানসভাকেন্দ্রে ভোটগ্রহণ চতুর্থ দফায়।
নিজস্ব প্রতিবেদন: ভোটের প্রচারে কুকথার বন্যা। চতুর্থ দফার ভোটে আগে এবার শোকজের মুখে বিজেপি। দলের নেতৃত্বের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করল কমিশন।
তৃতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তির মধ্যে ভোটগ্রহণ চলছে ৩ জেলার ৩১টি কেন্দ্রে। ভোট হচ্ছে আরামবাগ, গোঘাট, খানাকুল-সহ হুগলি জেলার ৮টি কেন্দ্রেও। তবে চণ্ডীতলা বিধানসভাকেন্দ্রে অবশ্য ভোট চতুর্থ দফায়। এই কেন্দ্রের এবার বিজেপির তারকা প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তাঁর সমর্থনে শেষবেলায় এদিন প্রচার সারলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হেলিপ্যাড থেকে নেমে যখন পায়ে হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন তাঁকে স্বাগত জানিয়ে 'জয় শ্রীরাম' স্লোগান দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বর্ষীয়ান অভিনেতার পা ছুঁয়ে প্রণাম করলেন যশ। 'মহাগুরু'-কে দেখতে মানুষের ঢল নামল চণ্ডীতলায়।
জানা গিয়েছে, এর আগে ২১ মার্চ চণ্ডীতলার স্থানীয় হোজাঘাটা পীরতলা এলাকায় দলের প্রার্থী সমর্থনে এক পথসভা করেছিল বিজেপি। সেই সভায় দলের নেতাদের ভাষণে আপত্তি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয় সিপিএম। তাদের অভিযোগ ছিল, ওই জনসভায় বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন গেরুয়াশিবিরের নেতারা। সেই অভিযোগ খতিয়ে দেখার পর বিজেপি নেতৃত্বকে শো-কজ করল কমিশন।
আরও পড়ুন: বেআইনি ভাবে এদেশে থেকে ঢুকে ধৃত ১১ বাংলাদেশি