West Bengal 3rd Phase Election 2021: অবাধ ভোটের দাবিতে ধরনায় দোর্দণ্ডপ্রতাপ বিদায়ী TMC বিধায়ক শওকত মোল্লা

সকালে ক্যানিং পূর্বের বুরানগড় প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ছড়ায় বোমাতঙ্ক। 

Updated By: Apr 6, 2021, 03:53 PM IST
West Bengal 3rd Phase Election 2021: অবাধ ভোটের দাবিতে ধরনায় দোর্দণ্ডপ্রতাপ বিদায়ী TMC বিধায়ক শওকত মোল্লা

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগনার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শওকত মোল্লা (Saokat Molla) অবাধ ভোটের দাবিতে বসলেন ধরনায়। তাঁর অভিযোগ, গতকাল রাত থেকে তাণ্ডব করছে আইএসএফ ও সিপিএমের লোকজন। নির্বাচন কমিশনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। সে কারণে ধরনায় বসেছেন তিনি। 

সকালে ক্যানিং পূর্বের বুরানগড় প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ছড়ায় বোমাতঙ্ক। বুথ থেকে কিছু দূরে রাস্তার পাশে পড়ে ছিল তাজা বোমা। তৃণমূল কর্মীদের দাবি, আইএসএফের লোকেরা বোমা মেরেছে। ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)। জীবনতলার আর একটি বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 

গতবার প্রায় দেড় লক্ষের ব্যবধানে জিতেছিলেন শওকত মোল্লা (Saokat Molla)। দক্ষিণ ২৪ পরগনায় দাপিয়ে বেড়ান। সেই শওকত মোল্লাই অভিযোগ করছেন, অবাধ নির্বাচন হচ্ছে না। কমিশনকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরপরই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের ৭২ নম্বর বুথের সামনে ধরনায় বসেন।    

আরও পড়ুন- West Bengal Election 2021: দিদি মুসলিমদের এক হতে বলছেন, আমরা হিন্দুদের বললে তো নোটিস চলে আসত: Modi