নিজস্ব প্রতিবেদন: টিকিট চাই। বিজেপি থেকে কংগ্রেসের দিকে ঘুরে এবার আব্বাস সিদ্দিকির দলের প্রার্থী হলেন প্রাক্তন বিজেপি নেতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নদিয়ায় এবার চাপড়া ও কৃষ্ণগঞ্জে প্রার্থী দিচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। চাপড়া কেন্দ্রে ওই প্রাক্তন বিজেপি নেতা কাঞ্চন মৈত্রকে(Kanchan Maitra) টিকিট দিয়েছে  আইএসএফ(ISF)।


আরও পড়ুন-কেন্দ্রীয় নেতৃত্বের ধমক খেয়ে প্রার্থী 'চিনলেন', BJP-র জেলা সভাপতি


নদিয়ার চাপড়া এলাকার মানুষ কাঞ্চন একজন আদি বিজেপি। একবার বিধানসভা ভোটে লড়াই করেছিলেন শান্তিপুর(Shantipur) আসন থেকে। কিন্তু তাঁর দাবি, বিজেপি তাঁর সঙ্গে প্রতারণা করেছে। সেই অভিযোগেই দল ছাড়েন তিনি।


বিজেপি ছেড়ে কাঞ্চন যোগ দেন কংগ্রেসে। কাঞ্চনের দাবি, দলের সভাপতি বদলের পরই জেলা সংগঠনে রদবদল হতো। এতে খারাপ লোকজন দলের দায়িত্বে এসে যেত। এছাড়া কংগ্রেসের খামখেয়ালিপনা আর সহ্য় করতে পারছিলাম না। এবার আইএসএফের হয়ে চাপড়া বিধানসভায় লড়াই করব।


আরও পড়ুন-'বিশ্বভারতী বন্ধ করার ব্যবস্থা করে দিয়ে যাব', হুমকি উপাচার্যের


এবার সম্ভবত চতুর্মুখী লড়াই হতে পারে চাপড়ায়।  এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন রুকবানুর রহমান, বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। আইএসএফের পক্ষে লড়ছেন কাঞ্চন মৈত্র। পাশপাশি নির্দল হিসেব লড়াই করতে পারেন তৃণমূল নেতা জেবের শেখ।