ঘোষণার আগেই দেখে নিন বামেদের কে কোথায় প্রার্থী হতে চলেছেন
শালবনিতে প্রার্থী হতে পারেন সুশান্ত ঘোষ। যাদবপুরে সুজন চক্রবর্তী প্রার্থী হতে পারেন।
মৌমিতা চক্রবর্তী : বুধবারই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামেরা (Left Candidate)। সূত্রের খবর এমনই। আগামিকালই বামেদের প্রার্থী তালিকা (WB Assembly Election 2021) ঘোষণার সম্ভাবনা রয়েছে। এবার প্রার্থী তালিকায় বেশকিছু চমক থাকতে পারে বলে শোনা যাচ্ছে। প্রার্থী হতে পারেন মধুজা সেন রায়, প্রতিকুর রহমান। শোনা যাচ্ছে, শালবনিতে প্রার্থী হতে পারেন সুশান্ত ঘোষ। বেহালা পশ্চিমে নীহার ভক্ত, কসবায় শতরূপ ঘোষ, যাদবপুরে সুজন চক্রবর্তী, টালিগঞ্জে দেবদূত ঘোষ, বেহালা পূর্বে সুমিতা হর চৌধুরী বা সৃজন ভট্টাচার্য প্রার্থী হতে পারেন। প্রার্থী হতে পারেন তন্ময় ভট্টাচার্য, সায়নদীপ মিত্রও।
একনজরে একুশের ভোটে (WB Assembly Election 2021) বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকা (Left Candidate)-
CPIM
চণ্ডীতলা (হুগলি)- মহম্মদ সেলিম
বালি- দীপ্সিতা ধর
দূর্গাপুর পূর্ব- ঐশী ঘোষ
শালবনি- সুশান্ত ঘোষ
গড়বেতা- তপন ঘোষ
নারায়ণগড়- তাপস সিনহা
কসবা- শতরূপ ঘোষ
শিলিগুড়ি- অশোক ভট্টাচার্য
বেলেঘাটা- রাজীব বিশ্বাস
কামারহাটি- মানস মুখোপাধ্যায়
যাদবপুর- সুজন চক্রবর্তী
বরানগর- সায়নদীপ মিত্র
বীজপুর/খড়দা- দেবজ্যোতি দাস
দেবদূত ঘোষ- টলিগঞ্জ
বেহালা পশ্চিম- নীহার ভক্ত
পাণ্ডবেশ্বর/ কুলটি- মীনাক্ষী মুখোপাধ্যায়
রানিবাঁধ- দেবলীনা হেমব্রম
বেহালা পূর্ব- সুমিতা হর চৌধুরী/ সৃজন ভট্টাচার্য
কাশিপুর বেলগাছিয়া- প্রতীপ দাসগুপ্ত / কনীনিকা ঘোষ বোস
RSP
গোসাবা-অনিল মন্ডল
বাসন্তী- সমর বিশ্বাস
বোলপুর- তপন হোড়
ছাতনা- ফাল্গুনী মুখার্জি
তপন- রঘু ওরাঁও
ফরওয়ার্ড ব্লক
চাকুলিয়া- ইমরান রামজ
দিনহাটা- আব্দুল রউফ
CPI
দাঁতন- শিশির পাত্র
পাঁশকুড়া পশ্চিম- চিত্তরঞ্জন দাস ঠাকুর
পটাশপুর- সৈকত গিরি
হিঙ্গলগঞ্জ- রঞ্জন মন্ডল
তমলুক- গৌতম পান্ডা
ইটাহার- শ্রীকুমার মুখার্জি
গাইঘাটা- কপিল কৃষ্ণ ঠাকুর
এন্টালিতে সম্ভবত প্রার্থী দিতে চলেছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্য়ুলার ফ্রন্ট বা ISF।
আরও পড়ুন, 'একসুরে কথা বলতে হয়', Abbas-কে উপলব্ধি করিয়ে অস্বস্তি ঢাকলেন Biman
আদর্শ আচরণ বিধি (MCC) ভেঙেছেন রাজ্যের ২ মন্ত্রী, কমিশনে (ECI) অভিযোগ BJP-র