WB Assembly Election 2021: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে বেধড়ক মারের অভিযোগ TMCর বিরুদ্ধে
অর্জুনি এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: ভোটের উত্তাপ বাড়ছে। ডেবরায় ফের রাজনৈতিক সংঘর্ষ। আক্রান্ত বিজেপি নেতা। সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অর্জুনি এলাকায় ঘটনাটি ঘটেছে। সদ্য বিজেপিতে যোগদান করা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রতনদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপি করার কারণেই তাঁর উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রতন দের। জানা গিয়েছে,সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ডেবরা পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রতন দে। গতকাল রাত ১০টা নাগাদ ডেবরা বাজারে কাজ সেরে বাড়ি ফেরার পথেই তাঁর ওপর চড়াও হয় কয়েকজন ব্যক্তি। অর্জুনি এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
গুরুতর আহত হন বিজেপি নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডেবরা থানার পুলিস। বিজেপি নেতাকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি এই ঘটনায় তৃণমূল কোনও ভাবেই তৃণমূল জড়িত নয়। এটি সম্পূর্ণ নব্য ও আদি বিজেপি কর্মীদের সমস্যা।