নিজস্ব প্রতিবেদন: নিমতায় বৃদ্ধাকে মারধরের ঘটনায় এবার সক্রিয় জাতীয় মহিলা কমিশন। ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যের ডিজির কাছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মহিলা কমিশন। গত শনিবার বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে ঢুকে তাঁর অশীতিপর বৃদ্ধা মাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পুরসভার ছ-নম্বর ওয়ার্ডের নিমতা পাটনা স্কুল রোডে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজ‍্য থেকে মুঘলসরাইয়ে কয়লাপাচার করত লালা, এবার উত্তরপ্রদেশ অভিযানে CBI


ওই বিজেপি কর্মীর দাবি, তিনজন তৃণমূল কর্মী তাঁদের বাড়িতে ঢুকে প্রথমে তাঁর ওপর এবং পরে তাঁর মায়ের ওপরেও হামলা চালায়। তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বৃদ্ধা শুভা মজুমদারের। ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে পরে থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মী–সমর্থকরা। 


আরও পড়ুন:  কেন্দ্রের জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা শুভেন্দুর


গতকাল বৃদ্ধার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং সহ বিজেপি নেতারা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, এটি পারিবারিক হিংসার ঘটনা। কিন্তু তা এভাবে ব্যবহার করে ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।