নিজস্ব প্রতিবেদন : ভোটমুখী মালদায় ফের চলল গুলি। তৃণমূল (TMC) কর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) গাজোলের আলাল ফতেপুর এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুলিবিদ্ধ তৃণমূল (TMC) কর্মীর নাম বিফল মন্ডল। জানা গিয়েছে, বুধবার রাতে বিফল মন্ডল গাজোলের আলাল ফতেপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। রানিগঞ্জ এলাকায় তাঁর বাড়ি। সেইসময়ই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হন তিনি। 


আরও পড়ুন, WB assembly election 2021 : মোথাবাড়িতে BJP কর্মীকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা


WB assembly election 2021 : বলাগড়ে খুন TMC কর্মী, কাঠগড়ায় BJP


বর্তমানে মালদা (Malda) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ তৃণমূল (TMC) কর্মী বিফল মন্ডল। হামলার ঘটনায় অভিযোগের তির বিজেপির (BJP) দিকে। বিজেপি নেতা অনিল সাহা গোষ্ঠী তাঁর ওপর হামলা করেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিস।


আরও পড়ুন, কেউ ঠেলেওনি, মারেওনি, Mamata-র চোট নিয়ে দাবি প্রত্যক্ষদর্শীদের


পায়ের গোড়ালি ফুলে, ডান কাঁধ ও কব্জিতে ব্যথা, SSKMএ চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী