নিজস্ব প্রতিবেদন : একা অধিকারী পরিবার নয়, ১৪ মার্চ নন্দীগ্রামে (Nandigram) গুলি চলেছিল সিপিআইএম (CPIM) ও অধিকারী (Suvendu Adhikari) পরিবারের যোগসাজশে। আর তাই অধিকারীর পরিবারের বিরুদ্ধে কোনও মামলা নেই। কোনও মামলা করেনি সিপিআইএম। নন্দীগ্রাম আন্দোলনে পুলিসের গুলি চালানো নিয়ে ঠাকুরচকের সভায় আরও একধাপ সুর চড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার রেয়াপাড়ায় ২০০৭-এর ১৪ মার্চ নন্দীগ্রামে (Nandigram) পুলিস ঢোকা নিয়ে অধিকারী পরিবারকে প্রথম কাঠগড়ায় তোলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। গতকাল মমতা (Mamata Banerjee) বলেন, "যাঁরা গুলি চালিয়েছিল, তাঁদের মনে আছে? সেদিন পুলিসের ড্রেস পরে এসেছিল মনে আছে? হাওয়াই চটি পড়ে এসেছিল বলে ধরা পড়ে গিয়েছিল। এবারও সেসব কেলেঙ্কারি করছে। অনেক বিএসএফ-সিআইএসএফের ড্রেস-ট্রেস কিনেছে। যাঁরা এসব করে, তাঁরা জানে। এই বাপ বেটার পারমিশন ছাড়া সেদিন নন্দীগ্রামে (Nandigram) পুলিস ঢুকতে পারত না। আমি চ্যালেঞ্জ করে বলছি।" মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই 'বিস্ফোরক' মন্তব্যের পরই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পাল্টা জবাবে শিশির অধিকারীও (Sisir Adhikari) তোপ দেগেছেন যে, "সবটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা। তাই সেদিন যে পুলিস অফিসাররা গুলি চালিয়েছিল, ক্ষমতায় এসেই তাঁদের উঁচু পদে নিয়োগ করেছিলেন।"


এরপর আজ ঠাকুরচকের সভা থেকে নন্দীগ্রাম (Nandigram) আন্দোলন ও সেই সংক্রান্ত মামলা নিয়ে সিপিআইএম (CPIM) ও অধিকারী (Suvendu Adhikari) পরিবারের মধ্যে 'আঁতাত'-এর অভিযোগে সুর চড়ালেন মমতা। এদিন তৃণমূল নেত্রী বলেন, "নন্দীগ্রামে ভূমি আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে কেস হয়। সেই কেসে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। পরে ওরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কেস শুরু করে। এখন সুপ্রিম কোর্টে সেই কেস চলছে। একমাত্র অধিকারী পরিবারের নামেই কোনও কেস নেই। কেন অধিকারী পরিবারের বিরুদ্ধে কোনও কেস নেই? সবার বিরুদ্ধে CPIM কেস দিলেও গদ্দারদের বিরুদ্ধে দেয়নি, কেন?" তার ব্যাখ্যাও দেন মমতা। বলেন, "সেদিন সিপিআইএম-কে ডেকে আনে শুভেন্দু। পুলিসকেও ডেকে আনে শুভেন্দুই। আর ঘরে ঢুকেছিলেন বাপ-বেটা। সব ঠান্ডা হয়ে গেলে তারপর ১৫ দিন পর বের হয়। কিছুই নাকি করেনি ওরা! তাই ওদের বিরুদ্ধে কোনও মামলাও হয়নি!" 


পাশাপাশি মমতা (Mamata Banerjee) এদিন আরও বলেন, "যাঁরা সেদিন খুন করল, সিপিআইএমের হার্মাদ, তাঁরা আজকে বিজেপিতে (BJP)। আর গদ্দার তাদের নেতা। যারা গণহত্যা করল, তাদের নিয়ে বেরিয়ে পড়ল!" একইসঙ্গে এবার ভোটেও বিজেপি পুলিসের পোশাক পরে ভয় দেখাবে বলে আশঙ্কাপ্রকাশ করেন তিনি। বলেন, "ভোটের দিন ভয় দেখাবে বিজেপি। পুলিসের পোশাক পরে ভয় দেখাবে। আমার কাছে খবর আছে বিজেপি পুলিসের পোশাক কিনেছে। ওরা ভয় দেখাবে, গ্রাম থেকে বেরতে দেবে না। ভয় পাবেন না।"


আরও পড়ুন, WB assembly election 2021 : '৩৫৬ জারি করে যেন ভোট হচ্ছে', বিরুলিয়ায় শাহকে নিশানা মমতার


WB assembly election 2021 : '৪টে বাকি কার জন্য?' ভোট পাটিগণিতে মানুষে আস্থা রেখে Shah-কে টিপ্পনী Mamata-র