নিজস্ব প্রতিবেদন : একসময়ের 'দিদি-ভাই' এর সম্পর্ক এখন অতীত। বর্তমানে একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। সোনারপুর উত্তর (Sonarpur Uttar) বিধানসভায় এবার 'দিদি' বনাম 'ভাই'-এর জমজমাট লড়াই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোনারপুর উত্তর (Sonarpur Uttar) বিধানসভার গত দুবারের বিধায়ক ফিরদৌসী বেগম। তাঁরই ছায়াসঙ্গী ছিলেন রঞ্জন বৈদ্য। কখনও সিপিআইএম আবার কখনও বিজেপিকে আটকাতে একসাথে লড়াই করেছেন তাঁরা। একসাথে লড়াইকে হাতিয়ার করেই সুবক্তা রঞ্জন বৈদ্য 'দিদি'র বিশেষ আস্থাভাজন হয়ে ওঠেন। এতটাই যে, একসময় দলের জেলা সভাপতির অনিচ্ছা সত্ত্বেও রঞ্জন বৈদ্যকে জেলা পরিষদ আসনের দাঁড় করান ফিরদৌসী বেগম। জয়ীও হন রঞ্জন বৈদ্য। কিন্তু ২০২০ সালের শুরুর দিক থেকেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। বার বার চেষ্টা করেও সম্পর্কের বরফ আর গলানো যায়নি। 


এরপরই শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগদান করেন পেশায় শিক্ষক রঞ্জন বৈদ্য। বিজেপিতে (BJP) যোগদানের আগে অবশ্য দল ছাড়ার বিষয়টি মেসেজ করে জানিয়েছিলেন 'দিদি' ফিরদৌসী বেগমকে। এখন দুজনেই প্রতিপক্ষ দুদলে। একুশের ভোটে (WB assembly election 2021) দুজনেই প্রার্থী হয়েছেন। সোনারপুর উত্তরে এবারও ফিরদৌসী বেগমকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে, রঞ্জন বৈদ্য বিজেপি প্রার্থী। পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন দুজনেই।


যদিও একে অপরের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নামলেও কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে রাজি নন। দুজনেই ভোট ময়দানের লড়াই উতরাতে চাইছেন উন্নয়নকে হাতিয়ার করেই। রবিবার সকালে খেয়াদহ এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে যেমন বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য বিগত নির্বাচনগুলোতে এই অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ আনলেন। এলাকায় উন্নয়নের স্বার্থে তাঁকে জয়ী করার আবেদন জানালেন এলাকাবাসীর কাছে। জানালেন, জয়ের ব্যাপারে ২০০ শতাংশ নিশ্চিত তিনি। 


অন্যদিকে বড়াল এলাকায় নির্বাচনী প্রচার করলেন 'দিদি' ফিরদৌসী বেগম। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে প্রচার চালাচ্ছেন তিনি। তুলে ধরছেন বিগত ১০ বছরের উন্নয়নের খতিয়ান। যে কাজ বাকি আছে তা ফের ক্ষমতায় এলে দ্রুত শেষ করার আশ্বাসও দিচ্ছেন। আর বিরোধী প্রার্থী 'ভাই' রঞ্জন বৈদ্য সম্পর্কে প্রশ্ন করা হলে তাঁর স্পষ্ট জবাব, "এই লড়াই তৃণমূলের সাথে বিজেপির। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। ফের তৃণমূল জিতবে।"


আরও পডুন, WB assembly election 2021: ভোট-দোকানে কোনও CONTEST নেই! যুযুধান প্রতীকেরা এখানে পাশাপাশিই


WB assembly election 2021: 'ওঁর তো জেলে থাকার কথা', Modi-র 'বিকাশ ডাউন' তোপের পাল্টা Surjya Kanta