নিজস্ব প্রতিবেদন: আসন্ন বিধানসভা নির্বাচনে হটস্পট নন্দীগ্রাম (Nandigram)। ফের একবার সেই নন্দীগ্রাম ইস্যুতেই ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। পাশাপাশি চেনা সুরেই এদিন মমতার দলকে নিশানা শুভেন্দু। এদিন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, 'নন্দীগ্রামের মাটিতে আমি মাননীয়াকে নন্দীগ্রামে হারাবই হারাব। ও মাটি আমার চেনা, ২১ বছর কাজ করেছি। আমি ওখানে ভোট দেব, আপনি টিভিতে দেখবেন। প্রাক্তন বিধায়কের প্যাড ছাপিয়ে রাখুন।' এদিন শুধু মমতাকে নিশানা করেই নয়, বাম-কংগ্রেস-ISFএর জোট নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। 'বলেন বাংলার হয়ে ভোট চাইছেন আব্বাস। এটাও দেখতে হচ্ছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  WB assembly election 2021: পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে পদযাত্রা মমতার


কী বললেন শুভেন্দু, রইল এক ঝলকে
* ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে।
* বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার। 
* তৃণমূলকে উপরে ফেলতে হবে।
* তৃণমূল আর রাজনৈতিক দল নয়। প্রাইভেট কোম্পানি, ওখানে চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানেজিং ডিরেক্টর তোলাবাজ ভাইপো।
* লোকসভা নির্বাচনে কত প্রচার করেছি মিঠুনের সঙ্গে। 
* আজকে মিঠুন দা ছুটে এসেছেন।
* এখানে হজবরল জোট হয়েছে। 
* আজ এখানে যাঁরা বসে সবাই রাজনৈতিকভাবে পরিচিত। 
* তৃণমূল ফিরে এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে।


উল্লেখ্য, বিজেপির (BJP) কোর কমিটির বৈঠকে বিধানসভা ভোটে (WB assembly election 2021) নন্দীগ্রামে প্রার্থী হতে চেয়ে অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীই (Suvendu Adhikari)। শিশিরপুত্রকে নন্দীগ্রামে প্রার্থী করার ব্যাপারে সম্মতি দেয় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি।   


নীল বাড়ির লড়াই তো বটেই তার পাশাপাশি নন্দীগ্রামে (Nandigram) প্রেস্টিজ ফাইট। শুভেন্দু  (Suvendu Adhikari) বনাম মমতা (Mamata Banerjee)। বিজেপির (BJP) তরফে নন্দীগ্রাম থেকে লড়বেন শুভেন্দু। অন্যদিকে তৃণমূলের হয়ে নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন খোদ তৃণমূল (Trinamool) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত জানুয়ারি মাসে নন্দীগ্রামের তেখালির (Tekhali) সভাতে একথা নিজেই ঘোষণা করেছিলেন নেত্রী। এবার বাস্তবায়নের পালা। ইতিমধ্যেই তৈরি হয়েছে ভোট যুদ্ধের ব্লু প্রিন্ট।