WB assembly election 2021: ISF কর্মীদের উপর হামলা, অভিযোগ তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার TMC-র
রাতভর হাড়োয়া থানায় অবস্থান-বিক্ষোভ করেন আইএসএফ কর্মীরা।
নিজস্ব প্রতিবেদন: হাড়োয়ায় আইএসএফ কর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা। আহত ১১ জন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
আক্রান্তদের মধ্যে সাতজন গুরুতর জখম। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাতভর হাড়োয়া থানায় (haroa) অবস্থান-বিক্ষোভ করেন আইএসএফ কর্মীরা। এলাকায় উত্তেজনা ছড়ায়।
হাড়োয়ার বকজুড়ি পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে গতকাল রাতে শবে বরাতের নামাজ শেষে জনাতিরিশেক আইএসএফ (ISF) কর্মী বাড়ি ফিরছিলেন। তখনই অতর্কিতে তৃণমূল-আশ্রিত কয়েকজন দুষ্কৃতী লোহার লোহার রড ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্রে বেশ কয়েকজন আহত হন। বেশ কয়েকজনের মাথা ফাটে। দুষ্কৃতীদের হাত থেকে বাদ যায়নি শিশু ও মহিলারাও।
আইএসএফ-এর দাবি, আইএসএফ করার অপরাধেই তাঁদের উপর এই আক্রমণ। আক্রান্ত আইএসএফ কর্মীরা রাতভর দোষীদের গ্রেপ্তারের দাবিতে হাড়োয়া থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন। আক্রান্তদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর মোল্লা, নূর আলম মোল্লা, সানজুরা বিবি প্রমুখ। তাঁদের আরও অভিযোগ, বাড়িও ভাঙচুর করে দুষ্কৃতীরা।
হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক শেখ হাফিজ আহমেদ জানান, এটা ওঁদের নিজেদের পারিবারিক গন্ডগোল। এটায় রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছেন কেউ কেউ।
ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।