`আমাদের আগে কেন নেতাদের টিকা`, বারাসতে বিক্ষোভ ভোটকর্মীদের
এদিন টিকা নিলেন বারাসতেরই তৃণমূল বিধায়ক চিরঞ্জিত।
নিজস্ব প্রতিবেদন: ভোটের (WB Assembly Election 2021) মুখে ভ্যাকসিন বিভ্রাট। অনেকেরই নাম রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, কিন্তু ভ্যাকসিন পাননি এখনও। কেউ কেউ আবার নাম নথিভুক্তই করতে পারছেন না। বারাসাত জেলা হাসপাতালের সামনে এবার ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের ব্রাত্য রেখেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের। উল্লেখ্য, এদিন বারাসত জেলা হাসপাতালে টিকা নেন তৃণমূলের অভিনেতা- বিধায়ক দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত।
একুশের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনায় যেসব সরকারি কর্মী ভোট পরিচালনা করবেন, তাঁদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণও শেষ। কিন্তু করোনার ভ্যাকসিন? জানা গিয়েছে, স্রেফ নিজেদের নাম রেজিস্ট্রি করানোর জন্য কখনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তো কখনও জেলা হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন ভোটকর্মীরা। অনেকেই আবার ইতিমধ্যেই নাম রেজিস্ট্রি করে ফেললেও ভ্যাকসিন পাননি। CO-Win পোর্টালটিও বিকল হয়ে গিয়েছে। ফলে নাম নথিভুক্ত করাতে গিয়ে সমস্যায় পড়ছেন কেউ কেউ। অবশেষে এদিন ধৈর্য্যের বাঁধ ভাঙল, বারাসত হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো ভোটকর্মী।
আরও পড়ুন: আমফানের টাকা ফেরত চেয়ে BJP কর্মীকে 'বেধড়ক মার', রেহাই পেলেন না বৃদ্ধ বাবাও
প্রসঙ্গত, প্রতিবার বাংলায় ৪ থেকে সাড়ে ৪ লক্ষ সরকারি কর্মীকে ভোটের কাজে নিয়োগ করা হয়। এবার নির্বাচনের আগে তাঁদের সকলকে টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। পোলিং অফিসারদের নাম পেলেই টিকাকরণের ব্যবস্থার করার আশ্বাসও দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। বাস্তব ছবিটা কিন্তু অন্য কথা বলছে।