নিজস্ব প্রতিবেদন: নিজের দলের প্রার্থী পছন্দ না হওয়ায় নিজেই নেমে পড়লেন ভোট-যুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালবাজারের নাগরাকাটা বিধানসভা আসনে। সেখানে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গেলেন বিজেপি'র প্রাক্তন ব্লক সভাপতি। তবে এতে বিজেপি'র কোনও ক্ষতি হবে না বলে দাবি স্থানীয় বিজেপি'র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি  WB Assembly Election 2021 LIVE: '...দুধ-কলা দিয়ে সাপ পুষেছিলাম', গোঘাটে বেফাঁস মমতা


এ ব্যাপারে নাগরাকাটার বিজেপি প্রার্থী পুনা ভেংরা (puna vhengra) বলেন, ওটা রবার্টের ব্যক্তিগত ব্যাপার। দল ভেবেছে আমি উপযুক্ত প্রার্থী, তাই আমাকে টিকিট দিয়েছে। মানুষ এবার আমাকেই জয়ী করবেন। এটা বিরোধীদেরও চক্রান্ত হতে পারে। কিন্তু তাতে কোনও লাভ নেই।


এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায় বলেন, বিজেপি একটা বড় দল। সবাইকে তো আর টিকিট দেওয়া সম্ভব নয়। তাই রবাট মুন্ডা অভিমানে নির্দল হিসাবে দাঁড়াতেই পারেন। তবে মানুষ বিজেপি'র সঙ্গেই আছে। এতে দলের কোনও ক্ষতি হবে না। 


প্রসঙ্গত, ভোটে দাঁড়িয়ে রবার্ট তাঁর অ্যাজেন্ডাও পরিষ্কার করে দিয়েছেন। তিনি জানান, নির্বাচনে জিতে তাঁর প্রথম কাজই হবে, চা-শ্রমিকদের জমি পাট্টা ও ন্যূনতম মজুরির ব্যবস্থা করা। 


আরও পড়ুন: WB Assembly Election 2021: বহিরাগত গুন্ডারা ঢুকে Nandigram-এ ভোটারদের হুমকি দিচ্ছে, চাঞ্চল্যকর অভিযোগ Mamata-র