WB Assembly Election 2021 LIVE: নতুন মা-মাটি-মানুষ সরকার গঠন করে আবার সিঙ্গুরে আসব: মমতা

Last Updated: Wednesday, March 31, 2021 - 14:18
WB Assembly Election 2021 LIVE: নতুন মা-মাটি-মানুষ সরকার গঠন করে আবার সিঙ্গুরে আসব: মমতা

31 March 2021, 14:15 PM

বেচারাম ছেলেটা অনেক কাজ করেছে ওকে ভোট দেবেন। আশির্বাদ করুন।

31 March 2021, 14:00 PM

* হোটেলে হোটেলে লক্ষ লক্ষ টাকা নিয়ে নেতারা বসে রয়েছে নির্বাচন কমিশন দেখছে না। 
* বিহার, উত্তরপ্রদেশ বহিরাগত গুন্ডা নিয়ে ভোট হবে? গুন্ডা নিয়ে ভয় দেখাচ্ছে।
* আমাদের মাস্টারমশাই ছিল ৯২ বছর বয়স, কোথায় একটু পা টিপে দেবে, সেদ্ধভাত করে দেবে, তা নয় গরমের মধ্যে দাঁড় করিয়ে দিল। কত কষ্ট হচ্ছে বলুন তো লোকটার।
* লোক নেই প্রার্থী করার। আমাদের গদ্দার, মিরজাফরদের দাঁড় করাচ্ছেন। যাঁরা পুরনো দিন থেকে বিজেপি করল তাঁদের পাত্তা দিল না, কেঁদে যাচ্ছেন তাঁরা। 
* আমায় কত অসম্মান করেছে। তাও আমি হারিনি। আমার মতে যতদিন বাঁচব বাঘের মত বাঁচব। 
* কিসের হিন্দু-মুসলমান। আমায় যখন সিপিএম মারত তখন আমায় হিন্দু ছেলে বাঁচিয়েছিল।

31 March 2021, 13:45 PM

সিঙ্গুরের মঞ্চ থেকে বক্তব্য রাখছে মমতা

* গতবছর আমার ইচ্ছে ছিল আমি সিঙ্গুর থেকে দাঁড়াব। মাস্টারমশাই শোনেননি। 
মার খেয়েছি। বুকে রক্ত ক্ষরণ হয়েছি। 
* 'মার খেয়ে বুকে রক্তক্ষরণ', মঞ্চ থেকে সিঙ্গুর আন্দোলনের স্মৃতিচারণা মমতার।
* সিঙ্গুর কৃষি জমির আন্দোলন পাঠ্যপুস্তকে স্থান দিয়েছে। 
* স্মল স্কেলিং ইন্ডাস্ট্রি হবে।
* মধ্যরাতে আমায় ধরে মারধর করেছিল আন্দোলনের সময়। আমায় অসম্মানে লেখেছিল। ঠিক * করলাম নয় মানুষকে জেতাব, নয় মরব। 
* সন্তোষী মার কাছে মানত করেছিলাম সিঙ্গুর আন্দোলনে জিতলে মন্দির বানিয়ে দেব, বানিয়ে দিয়েছি।

31 March 2021, 13:00 PM

* টাকার ব্যাগ নিয়ে আরামবাগ রিসর্টে বসে বহিরাগত গুন্ডারা।
* একটা মেয়ের সঙ্গে লড়তে ১ হাজার গুন্ডা আনছে। 

 

31 March 2021, 12:45 PM

* ইলেকট্রিক শ্মশান, নতুন রাস্তা, আলো সব হয়েছে।
* বর্ধমানের দূরত্ব ২৫ কিমি কমিয়ে দিয়েছি।
* খাল সংস্কার হবে। নিচু এলাকার উন্নয়ন। বন্যা নিয়ন্ত্রণ। জল প্রকল্প। 
* আগামী কয়েকবছরে সব বাড়িতে পানীয় জল যাবে। 
* দক্ষিণ বঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়তে রাস্তা হবে। সিক্স লেন রাস্তা। বাংলাদেশ, নেপাল, ভূটান যুক্ত হবে। ৩হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এর জন্য।
* আমি না থাকলে গোঘাট, জয়রামবাটি-কামারপুকুর বাঁচত না।
* সিপিএমের হার্মাদরা বিজেপির নেতা। সব ধার করা। নিজেদের কিচ্ছু নেই বিজেপির
* আমার দলের লোকেরা বলে আপনি দুর্বল।
* গদ্দারদের দুধ-কলা দিয়ে সাপ পুষেছিলাম।
* সব ভিডিও করা আছে। শুধু বাংলার ভোটটা হোক। তারপর দেখবে কত ধানে কত চাল।
* রবীন মান্নাকে খুন করে যদি মনে করো পার পাবে তাহলে কান ধরে টেনে আনব।

31 March 2021, 12:45 PM

আজ প্রথমে গোঘাট ও পরে সিঙ্গুর। দুপুরে সিঙ্গুরের প্রার্থী বেচরাম মান্নার বাড়ির কাছে রতনপুরে সভা মমতার।

31 March 2021, 12:30 PM

* গত ১০ বছর আগে গোঘাটের মানুষ কথা বলতে পারত না।
* সিপিএমের হার্মাদদের অত্যাচার চলত।
* চমকাইতলায় আমাদের মিটিং-এর জন্য স্টেজও বাঁধতে দেওয়া হয়নি।
* বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
* সুড়ঙ্গ তৈরি হয়েছিল। ডেডবডি পাচার হত। 
* গোঘাট খানাকুল, জয়রামবাটি, কামারপুকুর আগে যা ছিল পালটে গেছে। উন্নয়নই উন্নয়ন।
* কোনওরকম ভুল বোঝাবুঝি করা চলবে না। মানুষের কথা যে না শুনবে তার সঙ্গে আমার কোনও সম্পর্ক থাকবে না।
* নতুন রেল দিয়ে গিয়েছিলাম। রেলের যোগাযোগ ছিল না। গোঘাট পর্যন্ত রেল এসে গেছে। বিজেপি করেনি।

31 March 2021, 12:30 PM

গোঘাটে পৌঁছলেন মমতা।