নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়ার প্রতিটি বুথকে আগলে রাখুন। জেলায় বিজেপিকে ৮-০ করুন। জয়পুরে যেখানে আমরা প্রার্থী দিতে পারিনি যেখানে নির্দলকে ভোট দিন। বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বেন না। পুরুলিয়ার মানবাজারের সভা থেকে তৃণমূল সমর্থকদের প্রতি আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনWB Assembly Election LIVE: কাজ-কর্ম নেই, কলকাতায় বসে হামলার চক্রান্ত করছে: মমতা


তৃণমূল নেতা বলেন বিজেপি পুরুলিয়ায় এমন একটা ভাব করছে যেন গোটা পুরুলিয়া গেরুয়া হয়ে গিয়েছে। আমরাও গেরুয়ায় বিশ্বাস করি। আমরা স্বামীজির গেরুয়ায় বিশ্বাস করি। যোগী আদিত্যানাথের(Yogi Adityanath) গেরুয়ায় বিশ্বাস করি না। গোটা বিশ্বের সামনে হিন্দু ধর্মকে যিনি তুলে ধরেছিলেন তিনি একজন বাঙালি। তিনি আমাদের স্বামী বিবেকানন্দ।


রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ(Dilip Ghosh) ঘোষকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বলেন, দিলীপবাবু বাংলায় জয় শ্রীরাম বলে স্লোগান তুলেছিলেন। তিনি বলছেন মা দুর্গার পূর্বপুরুষদের কেউ চেনে না। এর জবাব দেবেন না আপনারা? আপনারা দুর্গাপুজো করেন না! আমরা কি এসব সহ্য করব?


দিলীপ ঘোষরা বলছে দুয়ারে সরকার , স্বাস্থ্যসাথী ভাঁওতা। আর এখানকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর ওরা বলছে আয়ূষ্মান ভারত। বলুন তো, আপনারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে উপককৃত হননি?


আরও পড়ুন- WB Assembly Election 2021: ইশতাহারে ৯ জাতিকে OBC তালিকাভুক্ত করার প্রতিশ্রুতি তৃণমূলের


বিগত বাম ও কংগ্রেস জমানার কথা টেনে এনে অভিষেক বলেন, ওই সময় মানুষ বন্দুকের নলের ডগায় আতঙ্কে দিন কাটিয়েছে। তাদের হঠিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আর এখন যদি বিজেপিকে ক্ষমতায় আনেন তাহলে দুর্দশার শেষ থাকবে না। তাই আগামী ২৭ তারিখ বুথে গিয়ে ঘাসফুল চিহ্নে ভোট দিন। পুরুলিয়ার উন্নয়নের ধারা বজায় রাখুন। মনে রাখবেন আগামী ২৭ মার্চ ভোটটা আপনার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সন্ধারানী টুডুকে নয়।