নিজস্ব প্রতিবেদন: রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়ে এবার নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটের আগেই বিস্তারিত তথ্য-সহ রিপোর্ট পেশ করা হল। তাতে গত তিন বছরে রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা, মৃতের সংখ্যাসহ আরও তথ্য দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এ বছর ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি, এই এক সপ্তাহে ২৩টি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  ঘোষণাই হয়নি, Gosaba-য় সম্ভাব্য BJP প্রার্থী হিসেবে প্রচার শুরু এই নেতার


এ ছাড়াও রিপোর্টে রয়েছে, গত বছর রাজনৈতিক হিংসার ৬৬৩টি ঘটনা ঘটেছে রাজ্যে এবং মৃত্যু হয় ৫৭ জনের। ২০২৯-এ লোকসভা ভোটের সময়েও রাজনৈতিক হিংসার ৬৬৩টি  ঘটনার রিপোর্ট পেশ এবং ভোটের সময় ১১ জনের মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ২০১৯ এর ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক হিংসার ৮৫২ ঘটনা এবং ৬১ জনের মৃত্যুরও উল্লেখ রয়েছে রিপোর্টে, এমনটাই খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। 


এ ছাড়া ২০১৮তে পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক হিংসা নিয়েও তথ্য পেশ। রিপোর্টে বলা হয়েছে, ওইসময় হিংসায় ২৩ জন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছিল রাজ্যে।