ঘোষণাই হয়নি, Gosaba-য় সম্ভাব্য BJP প্রার্থী হিসেবে প্রচার শুরু এই নেতার
তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের(Jayanta Naskar) দাবি, বিজেপি এখানে দিব স্বপ্ন দেখছে
![ঘোষণাই হয়নি, Gosaba-য় সম্ভাব্য BJP প্রার্থী হিসেবে প্রচার শুরু এই নেতার ঘোষণাই হয়নি, Gosaba-য় সম্ভাব্য BJP প্রার্থী হিসেবে প্রচার শুরু এই নেতার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/04/309403-1.gif)
নিজস্ব প্রতিবেদন: আগামী ১ এপ্রিল গোসাবায় বিধানসভা নির্বাচন। ওই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তার আগেই সেখানে প্রচার শুরু করে দিলেন সদ্য তৃণমূলত্যাগী চিত্ত প্রামাণিক।
আরও পড়ুন-'নিরপেক্ষ থাকবেন না', Deputy Election Commissioner-কে অপসারণের দাবি TMC-র
সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বলে পরিচিত গোসাবা(Gosaba)। এটি তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই ঘাঁটিতেই পদ্ম ফোটাতে মরিয়া চিত্ত প্রামাণিক। এলাকার বিজেপি সমর্থকদের দাবি, চিত্তবাবুকেই এবার প্রার্থী করবে বিজেপি।
এনিয়ে চিত্ত প্রামাণিক বলেন, গোসাবায় এবার প্রার্থী হওয়ার আশা রাখছি। তবে দল প্রার্থী না করলেও এবার গোসাবায় ঘাঁটি ভাঙছে তৃণমূলের।
আরও পড়ুন-TMC প্রার্থী তালিকায় বাদ পড়তে পারেন রাজ্যের ২ মন্ত্রী, সম্ভাব্য নতুন 'মুখ' কে কে?
ইতিমধ্যেই গোসাবা বিধানসভার অলি গলিতে ভোট প্রচার শুরু করে দিয়েছেন চিত্তবাবু। বিজেপি সমর্থকরাও ভিড় করছেন তাঁর প্রচারে। এতে প্রবল আশাবাদী তিনি। বিজেপি সূত্রে খবর, চিত্ত প্রামাণিকের প্রচারে এলাকার বিজেপির সমর্থকদের অক্সিজেন জোগাবে।
অন্যদিকে, তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের(Jayanta Naskar) দাবি, বিজেপি এখানে দিব স্বপ্ন দেখছে। তৃণমূল ছাড়া এখানে কোনও বিকল্প নেই।