নিজস্ব প্রতিবেদন: রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। দলের তরফে দেওয়া এক তালিকায় উল্লেখ করা হয়েছে, রাজ্যে কোথায় কীভাবে তৃণমূল সমর্থদের মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী, কোথায় বুথে ঢুকতে দিতে বাধা দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, কোতুলপুরের ৮০ নম্বর বুথে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও তার ছেলেকে মারধর করে বুথ থেকে তাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।


নন্দীগ্রামের ২২৫ নম্বর বুথে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। তাঁদের দাবি, শুভেন্দু অধিকারীর নির্দেশে এলাকার মানুষজনকে ভয় দেখায় সিআরপিএফ।


আরও পড়ুন-অন্য আসনে দাঁড়াতে পারেন মমতা, মন্তব্য Modi-র, প্রশ্নই নেই; জল্পনা ওড়াল TMC 


নন্দকুমারের ২০৭ নম্বর বুথে সিআরপিএফ ভোটদাতাদের বিজেপেকে ভোট দিতে বলেছে।


কেশপুরের ৪৭ ও ৪৭এ বুথের বাইরে বিজেপিকে ভোট দিতে বলেছে কেন্দ্রীয় বাহিনী।


পিংলায় ৫৯ নম্বর বুথের ২০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মীদের ঢুকতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী।


চন্দ্রকোনার ১১, ১২ ও ১৬ নম্বর বুথের ২০০ মিটারের বাইরে তৃণমূলের ক্যাম্প ভেঙে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অথচ বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির ক্য়াম্প রেখে দেওয়া হয়।


নয়াগ্রামের ২৬৮ নম্বর বুথে তৃণমূল সমর্থকদের ভয় দেখায় কেন্দ্রীয় বাহিনী।


কোতুলপুরের ১২৩ নম্বর বুথে ভোট দিতে বাধা দেয় বাহিনী। 


আরও পড়ুন-ফের উত্তেজনা কেশপুরে, আক্রান্ত  শিউলি সাহার এজেন্ট, কান্নায় 'ভেঙে পড়লেন' TMC প্রার্থী


বড়জোড়ার ৯৩ নম্বর বুথে বয়স্ক মানুষদের তাদের পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে ভোট দানে বাধা দেওয়া হয়। 


কোতুলপুরের ১২৩, ১৮২, ১৯২, ২৬৫এ, ৮০, ৭৫, ৭৫এ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বাধা পেয়ে বহু ভোটদাতা ফিরে যান।


সাগরের ১৭৪ নম্বর বুথে তৃণমূল কর্মীদের উপরে হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী।


সাগরের ৭ নম্বর বুথে বিজেপি কর্মীদের নিয়ে তৃণমূলের ক্য়াম্প ভেঙেছে কেন্দ্রীয় বাহিনী।