নিজস্ব প্রতিবেদন: দিনভর আসানসোলে নিজের নির্বাচনী এলাকায় দৌড়ে বেড়ালেন আসানসোল দক্ষিণনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মানুষ মারতে ৮ দফায় ভোট, Modi ও ইলেকশন কমিশন দায়ী, মাদ্রাজ-পর্যবেক্ষণে Mamata


আসানসোলে ২৩৯ নম্বর বুথের কাছে জায়গায় তৃণমূল ক্যাম্পে রীতিমতো হানা দিলেন অগ্নিমিত্রা(Agnimitra Paul)।  অভিযোগ, বুথের ২০০ মিটারের মধ্যেই ওখানে খাবার বান্না করছিল তৃণমূল কংগ্রেস। খাবার খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। সেখানে রান্না মাংসের পাত্রের সামনে বসেই ফোন করলেন সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের। ফোনে অগ্নিমিত্রা অপরপ্রান্তে থাকা ব্যক্তিকে বলতে থাকেন, এখানে সব বুথ স্লিপ পড়ে রয়েছে। আমাকে দেখা মাত্র ৫০ জন পালিয়ে গেল। এক্ষুনি লোক পাঠান। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও করেছে বিজেপি।


অন্য একটি বুথে গিয়ে এক তৃণমূল এজেজেন্টের মাথার টুপি খুলে দেখান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ছবি রয়েছে। অগ্নিমিত্রার অভিযোগ, কোনও রাজনৈতিক দলের লোগো, ফেট্টি পরে আসা যায় না। তার পরেও এসব করছে তৃণমূল।


আরও পড়ুন-গরু পাচারকাণ্ডে এবার নাম Anubrata-র, বীরভূমে ভোটের আগেই হাজিরার ডাক CBI-র


আসানসোল দক্ষিন কাঁকড়ডাঙা গ্রামের একটি বুথে আসেন সেখানে অগ্নিমিত্রা। দেখেন তৃনমূলের এক কর্মী স্কুটি নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। অগ্নিমিত্রাকে দেখে তিনি পালাবার চেষ্টা করেন। তার গাড়ি আটকায় বিজেপি কর্মীরা ৷ গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়। বিজেপির অভিযোগ, ওই ব্যক্তি ভোটারদের প্রভাবিত করছিল।