নিজস্ব প্রতিবেদন: বুথের পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেখানে লেখা প্রার্থীর নাম। সঙ্গে ভোট চেয়ে দাবিদাওয়ার ফিরিস্তি। লক্ষই পড়েনি কমিশনের। জি ২৪ ঘণ্টায় সেই খবর সম্প্রচারিত হতেই নড়চড়ে বসল প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভোট শুরুর আগে রাতভর বোমাবাজি আমডাঙায়, আতঙ্কিত গ্রামবাসী  


ভোট নেওয়া হচ্ছে কেতুগ্রাম অবৈতনিক বিদ্য়ালয়ে। সেই বুথে মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি। অথচ স্কুলের গেটের পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেস কার্যালয়(TMC Party Office)। বড়বড় অক্ষরে তা লেখা। খবরের কাগজ দিয়ে তা ঢাকার চেষ্টা হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে প্রার্থী সেখ শাহনাওয়াজের নাম।  লেখা রয়েছে ভোট চেয়ে বিভিন্ন দাবিদাওয়া। ভোটদাতারা ভোট দিতে এলে তাদের নজর সরাসরি যাচ্ছে ওই কার্যালয়ের দিকে। 


ওই ছবি জি ২৪ ঘণ্টায় সম্প্রচার হতেই নড়চড়ে বসল প্রশাসন। তড়িঘড়ি চুন রং করে ত্রিপলে ঢেকে দেওয়া হল তৃণমূল কংগ্রেস কার্যালয়।


আরও পড়ুন-West Bengal Election 2021: ষষ্ঠ দফার ভোটে নজরে তারকা থেকে রাজনীতির মহারথীরা  



এদিকে, রাজনৈতিক হিংসা নিয়ে বারবারই খবরের শিরোনামে এসেছে কেতুগ্রাম(Ketugram)। পরশু দিন রাতেও সেখানে বোমাবাজি হয়েছে। গতকাল কেতুগ্রামের চিলিসপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে গুলি-বন্দুক।  ফলে কমিশনের নজর রয়েছে এই এলাকায়। তার পরেও অস্ত্র উদ্ধার। তবে বুথের পাশেই তৃণমূল কংগ্রেস কার্যালয় ঢাকার বিষয়টি তাদের নজর এড়িয়ে যায়। 


অন্যদিকে, কেতুগ্রামে বিজেপি ও সিপিএমের তরফে অভিযোগ, বেশকিছু এলাকা তাদের এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে। তবে এনিয়ে নির্বাচন কমিশনের কাছে কোনও অভিযোগ তারা জানায়নি।