পিংলার পর এবার বিস্ফোরণ কেতুগ্রামে, গুরুতর জখম ২ মহিলা
পিংলার পর এবার বর্ধমানের কেতুগ্রাম। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই মহিলা। কেতুগ্রামের বেগুনখোলা গ্রামের ঘটনা।পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে গোটা বাড়ি।ওই বাড়িতে বোমা কী ভাবে এল, তা খতিয়ে দেখছে কেতুগ্রাম থানার পুলিস। পরিত্যক্ত বাড়িতে বোমা বানানো হত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ওয়েব ডেস্ক: পিংলার পর এবার বর্ধমানের কেতুগ্রাম। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই মহিলা। কেতুগ্রামের বেগুনখোলা গ্রামের ঘটনা।পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে গোটা বাড়ি।ওই বাড়িতে বোমা কী ভাবে এল, তা খতিয়ে দেখছে কেতুগ্রাম থানার পুলিস। পরিত্যক্ত বাড়িতে বোমা বানানো হত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তি ওই বাড়িতে বোমার কারখানা চালাত। সকাল আটটা নাগাদ বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপরই বোমা তৈরির সরঞ্জাম ও কয়েকজন আহতকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে কেতুগ্রামের বিস্ফোরণ নিয়ে বর্ধমানের পুলিস সুপারের কাছে খোঁজ নিলেন এনআইএ গোয়েন্দারা। খাগড়াগড়কাণ্ডের তদন্তে গত তিনদিন ধরে তাঁরা বর্ধমানে রয়েছেন। এদিকে ঘটনাস্থলে এসেছে বম্ব স্কোয়াড।