নিজস্ব প্রতিবেদন: ষষ্ঠ দফায় ভোটে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা। কাঁচরাপাড়ায় অনুগামীদের নিয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর চালালেন খোদ বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় (Subhranshu Roy)! অভিযোগ তেমনই। মুকুল পুত্রের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতবার জিতেছিলেন তৃণমূলে টিকিটে। বাবার হাত ধরে এখন গেরুয়াশিবিরে শুভ্রাংশু রায়। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে যখন লড়ছেন মুকুল রায়, তাঁর পুরানো কেন্দ্র বীজপুরে শুভ্রাংশুকে প্রার্থী করেছে বিজেপি। ভোটের দিনে নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। কাঁচরাপাড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডে ক্যাম্প খুলে বসেছিলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, দলবদল নিয়ে সেই ক্যাম্পের অফিসের সামনে হাজির হন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়। তারপর? তৃণমূলের দাবি, শুভ্রাংশু নিজে কিছুটা দুরে দাঁড়িয়ে ছিলেন। ক্যাম্প অফিসে ভাঙচুর চালান তাঁর অনুগামীরা। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। 


আরও পড়ুন: WB Assembly Election 2021: কমিশনের পরিচয়পত্র থাকা সত্ত্বেও BLO-কে বেধড়ক পেটাল Cenral Force


প্রসঙ্গত , মনোনয়ন পর্বে তৃণমূল ও বিজেপির দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ব্যারাকপুর। মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন পেশ করতে গিয়ে 'হামলা'র মুখে পড়েছিলেন বীজপুরের প্রার্থী শুভ্রাংশু। তাঁর গাড়িতে চড়-থাপ্পড় মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দলের তৃণমূল প্রার্থীর সোমনাথ ঝাঁ-র দিকে আঙুল তুলেছিলেন সাংসদ অর্জুন সিং। এবার তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুরে নাম জড়াল মুকুল পুত্রের।