নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে ভাঙচুর হল তৃণমূল কার্যালয়। বিজেপির দাবি, নিজের মধ্যে দ্বন্দ্বের ফল ওই ভাঙচুরের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাতে নন্দীগ্রামের(Nandigram) আমগেছিয়া অঞ্চলে তৃণমূলের একটি পার্টি অফিসে ভাঙচুর করা হয়। পার্টি অফিসের ভেতরের আসবাব তো ভাঙা হয়েইছে। ভাঙা চেয়ার-টেবিল পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সুইচ বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, গতকাল মমতার(Mamata Banerjee) সভা শেষ করে ফিরছিলেন তখন মিঠুন চক্রবর্তীর সভা শেষ করে আসা বিজেপি সমর্থকরা তাদের উপরে হামলা চালান। ওইসব বিজেপি কর্মীরাই আমগেছিয়ার পার্টি অফিসে হামলা চালিয়েছে। 


আরও পড়ুন-বহিরাগত গুন্ডারা ঢুকে Nandigram-এ ভোটারদের হুমকি দিচ্ছে, চাঞ্চল্যকর অভিযোগ Mamata-র


অন্য়দিকে, বিজেপির তরফে পাল্টা অভিযোগ, মমতার সভা থেকে ফেরার পথে আমগেছিয়ায় কিছু মহিলার উপরে হামলা করে তৃণমূল সমর্থকরা। এরপর তারা নিজেরাই নিজেদের কার্যালয়ে ভাঙচুর করে।


আরও পড়ুন-LIVE: '...দুধ-কলা দিয়ে সাপ পুষেছিলাম', গোঘাটে বেফাঁস মমতা


নন্দীগ্রামের উত্তেজনার কথা মাথায় রেখে ভোটের দিন এই কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে  কেন্দ্রীয় বাহিনী(Central Force)। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার শুধুমাত্র নন্দীগ্রামের জন্য থাকবে ২২ কোম্পানি আধাসেনা। আমগাছিয়ায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর হলেও সকালে বহুক্ষণ কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। ফলে অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রাম।