নিজস্ব প্রতিবেদন: বনগাঁ দক্ষিণে প্রচার সারল তৃণমূল কংগ্রেস। ২২০টির বেশি আসন নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় ফেরার দাবি তৃণমূল প্রার্থীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বনগাঁ (bongaon) দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরোল তৃণমূল কংগ্রেস (tmc)। প্রচারে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানি সরকার। প্রথমে তিনি যান বনগাঁ দক্ষিণ কেন্দ্রের ঝাউডাঙায়। সেখানে প্রচার সেরে তিনি যান বর্ণবেড়িয়া এলাকায়। 


আরও পড়ুন: WB assembly election 2021: ভোটের আগে হল না ফয়সালা, ক্ষুব্ধ এশিয়ার বৃহত্তম চা-বাগান শ্রমিকেরা


এবারে তৃণমূলের পরিস্থিতি অন্যবারের চেয়ে বেশ খারাপ এমনটাই দাবি রাজ্য়ের বিরোধী দলগুলির। বিজেপি'র দাবি, এবারে তারাই ক্ষমতায় আসছে। মানুষ তৃণমূলকে মন থেকে সরিয়ে দিয়েছেন। এই প্রেক্ষিতে স্বভাবতই তৃণমূলের পক্ষ থেকে কিছু বলার থাকে। সেই বাধ্যবাধকতা থেকেই সম্ভবত তৃণমূল সমস্ত আসনেই বলছে, তারাই ফিরবে, এমনটাই মত সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের।


আলোরানি বলেন, কিছু বিশ্বাসঘাতক সোনার বাংলাকে (bengal) ধূলিসাৎ করে দিতে চাইছে। এবারের বিধানসভা ভোটে (assembly election) ২২০টি-র বেশি আসন নিয়ে রাজ্যে সরকার গড়বে তৃণমূল। আলোরানির সঙ্গে বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।


আরও পড়ুন: WB assembly election 2021: চাকদহে ছড়ার ছন্দে জমে উঠেছে ভোটপ্রচার