নিজস্ব প্রতিবেদন : তৃণমূল (TMC) কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুভাষনগরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম বাবলু ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, আজ বিকেলে তৃণমূল (TMC) কর্মী বাবলু ঘোষের উপর চড়াও হন স্থানীয় কয়েকজন বিজেপি (BJP) কর্মী। বেধড়ক মারধর করা হয় তাঁকে। রড, কাঠ, বাঁশ দিয়ে মারধর করা হয়। মারধরের চোটে গুরুতর জখম হন বাবলু ঘোষ। তাঁকে বাঁচাতে এসে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূল কর্মী বাবলু ঘোষের স্ত্রী ও পরিবারের লোকও। 


পরিবারের অভিযোগ, তৃণমূল (TMC) করার অপরাধেই তাঁদের উপর এই হামলা। এই ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী। পুলিস সূত্রে খবর, হামলার ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত অভিযোগের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া জানায়নি বিজেপি নেতৃত্ব।)


আরও পড়ুন, WB assembly election 2021: 'দিদির প্রার্থীকে সবচেয়ে বেশি ভোটে জিতিয়ে আনব,' টিকিট ক্ষোভ নয়, 'টিম গেম' আরামবাগে


WB assembly election 2021 : সুতিতে প্রার্থী নিয়ে ক্ষোভ, TMC ছাড়লেন কর্মাধ্যক্ষ