নিজস্ব প্রতিবেদন : ভোটের মুখে খুন তৃণমূল (TMC) কর্মী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghly) বলাগড়ে। নিহত কর্মীর নাম মাসুদ সারোয়ার (২৮)। বাড়ি বলাগড় বিধানসভা এলাকার মগরা থানার অন্তর্গত ডহর চাকলুইতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মাসুদ মঙ্গলবার বলাগড়ের তৃণমূল (TMC) প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। রাত ১০টার পর মাসুদের মোবাইল ফোন সুইচড অফ অবস্থায় পাওয়া যায়। এরপর সারারাত বহু খোঁজাখুঁজি করেও মাসুদের কোনও খবর পায়নি তাঁর পরিবারের লোকজন। বুধবার ভোরে বলাগড় থানার তেলকি মাঠ এলাকায় রাস্তার ধারে মাসুদের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। 


পুলিস সূত্রে খবর, নিহদ মাসুদ সারোয়ারের মাথার একাধিক অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বলাগড় থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকে খুন নাকি ভোটের আগে রাজনৈতিক কারণে খুন, সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস।


এই ঘটনায় বলাগড় ব্লক তৃণমূলের সভাপনি নবীন গাঙ্গুলি বিজেপির (BJP) দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।


আরও পড়ুন,  'তাঁর হয়ে প্রচার করছেন না তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা', অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণের


WB assembly election 2021 : রড, কাঠ, বাঁশ নিয়ে TMC কর্মীর উপর হামলা, কাঠগড়ায় BJP