WB Assembly Election 2021: কেউ ঠেলেওনি, মারেওনি, Mamata-র চোট নিয়ে দাবি প্রত্যক্ষদর্শীদের
সংবাদ সংস্থা ANI -কে দু`জন প্রত্যক্ষদর্শীই জানিয়েছেন, তৃণমূল নেত্রীকে কেউ ধাক্কা দেয়নি।
নিজস্ব প্রতিবেদন: কীভাবে চোট লাগল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)? তৃণমূল নেত্রী দাবি করেছেন, ৪-৫ জন দরজার কাছে ধাক্কা দিয়েছিল। জেনেবুঝেই করেছে। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিন্ন। সংবাদ সংস্থা ANI -কে দু'জন প্রত্যক্ষদর্শীই জানিয়েছেন, কেউ ধাক্কা বা ঠেলাঠেলি করেনি।
প্রত্যক্ষদর্শী চিত্তররঞ্জন দাস বলেন, 'এখানেই দাঁড়িয়েছিলাম। উনি হাতজোড় করে আসলেন। দরজা খুলে ছিলেন। গেটের সামনে বসেছিলেন। পোস্টের সামনে দরজা লাগে। সেটাই তাঁর পায়ে লেগেছে। কেউ ঠেলেওনি, মারেওনি। তারপর বেরিয়ে গেলেন। দরজার কাছে কেউ ছিল না।'
সংবাদ সংস্থা ANI -কে আর এক প্রত্যক্ষদর্শী সৌমেন মাইতি বলেন,'মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জড়ো হয়েছিল। কেউ ধাক্কা দেয়নি। গাড়ি ধীর গতিতে চলছিল। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি ছাত্র।'
এসএসকেএমে-র উডবার্ন ওয়ার্ডের সাড়ে বারো নম্বর কেবিনে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে এমআরআই করা হয় তাঁর। তৃণমূল নেতা চিকিৎসক শান্তনু সেন প্রাথমিকভাবে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিগামেন্টে আঘাত রয়েছে। তাঁর পায়ের পাতায় চিড়। রয়েছে সফট টিস্যু ইনজুরি।
আরও পড়ুন- WB Assembly Election 2021: SSKM-এ Mamata; 'হায় হায় বিজেপি', রাজ্যপালকে দেখে 'গো ব্যাক' স্লোগান TMC-র