নিজস্ব প্রতিবেদন: গতকালের পর আজ ফের। তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা হতেই বিক্ষোভে ফেটে পড়লেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভগ্নদশাতেও নীতির সঙ্গে আপস নয়, Moinuddin-কে পত্রপাঠ বিদায় ফব-র


এবার বিধানসভা নির্বাচনে(WB Assembly Election 2021) উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বিদেশ বসুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ওই ঘোষণার পরই শুক্রবার বাউড়িয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। আজ তারা ফের রাস্তায় নামেন। তাঁদের দাবি, প্রার্থী করতে হবে কেন্দ্রের ভূমিপুত্র ও পুরসভার ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খানকে(Abbasuddin Khan)।


আজ শনিবার 'বিদেশ বসু গো ব্যাক' স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে তৃণমূল কর্মীদের একটি বিশাল মিছিল উলুবেড়িয়া(Uluberia) স্টেশন থেকে গোটা শহর পরিক্রমা করে। মিছিলে ছিলেন আব্বাসউদ্দিন খানও।


আরও পড়ুন-India vs England: চতুর্থ টেস্টেও অনায়াস জয়, World Test Championship-র ফাইনালে Kohli-রা


উলুবেড়িয়া স্টেডিয়ামের সামনে হাওড়া জেলা তৃণমূলের গ্রামীন সভাপতি পুলক রায়ের কার্যালয়ের সামনেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রত্যেকের মুখে মুখে ছিল গো ব্যাক ও ভূমিপুত্র কাজের মানুষ, কাছের মানুষ আব্বাস উদ্দিন খানকে প্রার্থী করতে হবে, বহিরাগত মানছি না স্লোগান।