নিজস্ব প্রতিবেদন: প্রার্থী তালিকা প্রকাশের আগে সেমিফাইল রাউন্ডে বঙ্গ বিজেপি (BJP)। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে (Delhi) জেপি নাড্ডার (JP Nadda) বাড়িতে বৈঠকে বিজেপি নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বিজেরির কেন্দ্রীয় নেতারা। গতকালই কলকাতার হেস্টিংসে বিজেপির দফতরে প্রার্থী তালিকা নিয়ে এক প্রস্ত বৈঠক হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর এরপরই দিল্লির উদ্দেশে রওনা হন দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায়রা। শাহের ডাকে দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজকের বৈঠকে রয়েছেন কৈলাস বিজয়বর্গীও (Kailash Bijaybargiya)। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) বাড়িতে কোর কমিটির বৈঠকে উপস্থিত রয়েছেন অমিত শাহ (Amit Shah), দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায় (Mukul Roy)-সহ দলের প্রথম সারির নেতৃত্ব।


আরও পড়ুন: শ্রীরামপুরে ফুটবলার খুনের মামলায় বেকসুর খালাস TMC নেতা


নন্দীগ্রামে (Nandigram) মমতার (Mamata Banerjee) বিরুদ্ধে প্রার্থী কে? মূল নজর সেদিকেই। পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) কি প্রার্থী হবেন এই নির? তা নিয়েও আলোচনা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। জানা গিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সর্বাধিক তিনটি করে নামের তালিকা তৈরি হয়েছে।


সেই তিনটি করে প্রস্তাবিত নামের প্যানেল নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকের পর সন্ধে ৬টা নাগাদ খসড়া পৌঁছবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এরপর মোদীর সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থী। এরপরই আজ রাত বা কাল সকালেই প্রথম দুই দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।


আরও পড়ুন: 'নন্দীগ্রামে আমি Mamata-কে সরাসরি হারাব', ফের হুঙ্কার Suvendu-র


ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিজেপির সম্ভাব্য তারকা তালিকা:


সোনারপুর দক্ষিণ- হিরণ চট্টোপাধ্যায় 
বেহালা পশ্চিম- শ্রাবন্তী চট্টোপাধ্যায়
টালিগঞ্জ- অঞ্জনা বসু
বালিগঞ্জ- কোনও তারকা 
কসবা- রিমঝিম মিত্র
পাশাপাশি উত্তর কলকাতার কয়েকটি আসনেও তারকা প্রার্থী দেওয়ার ভাবনা রয়েছে বিজেপির


নন্দীগ্রামে বিজেপির হয়ে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এ পর্যন্ত এমনটাই খবর রাজনৈতিক মহলে। তবে আজই তাতে সিলমোহর পড়তে পারে। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের ৩টি প্যানেলের নাম নিয়ে কোর কমিটির বৈঠকে হাজির হয়েছে রাজ্য বিজেপির নেতৃত্বরা। 


গতকালই খড়গপুরের জনসভা থেকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে কলকাতায় জনসভায় শুভেন্দু বলেছিলেন, হাফ লাখ ভোটে হারাবেন মুখ্যমন্ত্রীকে। এবার খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, "আমি নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব। আপনারা নিশ্চিন্তে থাকুন। হারাব আমি। আমাকে দল প্রার্থী করলে সরাসরি হারাব। অন্য কাউকে প্রার্থী করলেও, পদ্মফুল ফোটানোর দায়িত্বটা আমার।"