নিজস্ব প্রতিবেদন: দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে সেবকে তিস্তানদীর উপরে দ্বিতীয় সেতুর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি (yogi adityanath) মাল বিধানসভা (mal assembly) আসনে দলীয় প্রার্থী মহেশ বাগের (mahesh bage) সমর্থনে ক্রান্তি চেকেন্দা ভান্ডারি মাঠে আসেন। সেখানে ভাষণ দিতে গিয়ে আগাগোড়া তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে সোচ্চার হন। 


আরও পড়ুন: বঙ্গজননী-কন্যাশ্রীর মেয়ে, মাদ্রাসার ছেলে-মেয়েদের এজেন্ট রেখে দেবে: Mamata


রাজ্যের বিভিন্ন ইস্যুর পাশাপাশি সেবকে তিস্তার উপরে দ্বিতীয় সেতুর প্রসঙ্গও তাঁর ভাষণে উঠে আসে। তিনি বলেন, 'তিস্তানদীর উপর সেতু তৈরি করতে বিজেপি সরকার আগ্রহী। রাজ্যকে অর্থ দিতেও প্রস্তুত। কিন্তু দিদি সেবকে দ্বিতীয় সেতু চান না। এখানে সেতু নির্মাণ হলে দিদির ভাইদের বেআইনি পাথরের খাদান বন্ধ হয়ে যাবে। এখানে বেআইনি বালি-পাথরের খাদান চলছে। সেতু নির্মাণ হলে এই কাজ বন্ধ হবে। তাই দিদি সেতু নির্মাণে উদ্যোগ নিচ্ছেন না।'


সেবকে দ্বিতীয় সেতুর দাবিতে টানা কয়েক বছর ধরে আন্দোলন করে চলছেন ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্ম। যোগীজির এই কথায় ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মের কর্মীরা জানান, নির্বাচনী প্রচারে একজন বিশিষ্ট নেতার মুখে আমাদের দাবির কথা উঠে এসেছে। সেটা আমাদের প্রাপ্তি। তবে কেন্দ্র বা রাজ্য যে কোনও সরকার এই সেতু  নির্মাণ করে দিলে আমরা ডুয়ার্সবাসী বাধিত হব। 


আরও পড়ুন: WB assembly election 2021: বিজেপি-বিপদ থেকে রক্ষা পেতে হলে ফেরাতে হবে মমতাকেই, পূর্ণেন্দু