WB assembly election 2021: মালবাজারে ১৩ এপ্রিল আসতে পারেন অমিত শাহ, জানান নাগরাকাটার বিজেপি প্রার্থী

মালবাজারে আসার কথা আছে মিঠুন চক্রবর্তী, সানি দেওলেরও, জানা গেল মালবাজার বিজেপিসূত্রেই।

Updated By: Mar 31, 2021, 02:47 PM IST
WB assembly election 2021: মালবাজারে ১৩ এপ্রিল আসতে পারেন অমিত শাহ, জানান নাগরাকাটার বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদন: মালবাজারে ভোট-প্রচারে আসছেন অমিত শাহ। এর আগে সেখানে আসতে মিঠুন, সানি দেওলও। 

মঙ্গলবার রাতে আচমকাই শুক্রা মুন্ডার বাড়িতে পৌঁছলেন নাগরাকাটা বিধানসভা (nagrakata assembly) কেন্দ্রে এবারের বিজেপি (bjp) প্রার্থী পুনা ভেংরা। বিদায়ী বিধায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি এক প্রস্ত আলাপ-আলোচনাও সারেন প্রার্থী। শুক্রা মুন্ডার বাড়িতে প্রার্থীর উপস্থিতি প্রসঙ্গে স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূল কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে নাম লেখালেও দলের তরফে টিকিট না পাওয়ায় অভিমান দানা বাঁধে শুক্রার। সম্ভবত, শুক্রার সেই অভিমান ভাঙাতেই তাঁর বাড়িতে পুনার আগমন।

আরও পড়ুন: WB Assembly Election 2021: ভোটের একদিন আগে Nandigram-এ ভাঙচুর TMC-র কার্যালয়, চেয়ার-টেবিল ফেলা হল পুকুরে

যদিও শুক্রা মুন্ডা এই মান-অভিমানের তত্ত্বকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 'দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী ঠিক করেছেন। এর উপরে আমার কোনও বক্তব্যই থাকতে পারে না। মান-অভিমানের প্রশ্নও নেই। দলের নির্দেশেই কাজ করছি। পুনাকে জেতানোর জন্য নিজের সর্বস্ব দেওয়ার ক্ষেত্রে কোনও কার্পণ্য থাকবে না। বিজেপির জয় নিশ্চিত।'

গেরুয়া শিবিরের প্রার্থী পুনা ভেংরা বলেন, 'শুক্রা মুন্ডার বিধায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে পাথেয় করে এগোতে চাই। তাঁর পরামর্শ ও সাহায্যে ভোটে লড়ছি। বিধায়ক হলে তাঁর গাইডেন্স অনুসারেই কাজ করব।' 

এর পরই পুনা বলেন, 'আমার কাছে যা খবর আছে, তাতে ১৩ এপ্রিল মালবাজার মহকুমার কোনও এক জায়গায় সভা করবেন অমিত শা (amit shah)। তার আগে আসতে পারেন মিঠুন বা সানি দেওল।' 

আরও পড়ুন: WB assembly election 2021: ২০০-র বেশি আসন পাব-- মালবাজারে প্রচারে এসে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের

.