নিজস্ব প্রতিবেদন: ভোটমুখী বাংলা। নির্বাচন কমিশনের ভোটের নির্ঘণ্ট প্রকাশ ও তৃণমূল,  সিপিএম কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন বাকি ২০২১ এর বিধানসভা নির্বাচনের (WB assembly election 2021)। ১লা এপ্রিলে হবে গোসবার বিধানসভা নির্বাচন (WB assembly election 2021), আর সেই বিধানসভা নির্বাচনে এলাকায় অশান্তি ও অপ্রীতিকর ঘটনার রুখতে সুন্দরবনের (Sundarban) নদী ঘাটে চলছে জোর কদমে নাকা চেকিং (Naka checking)। যেখানে গোসোবার বাইরে থেকে আসা সমস্ত যাত্রীদের তল্লাসি করছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WB assembly election 2021: 'তাঁর হয়ে প্রচার করছেন না তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা', অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণের


ব্যাগ ও গাড়ি বাইক থেকে শুরু করে সবকিছু তল্লাসি করছে গোসোবা (Gosaba) থানা পুলিশ। তার পাশাপাশি ইলেকশন কমিশনের (Election Commision) নির্দেশে সামনে রাখা হয়েছে সিসি ক্যামেরা।  কয়েকদিন আগে সুন্দরবন গোসোবা (Sundarban Gosaba) একটি ভয়াবহ বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় ৬ বিজেপি কর্মী (BJP) এবং ১ বিজেপি কর্মীর মৃত্যু হয়। আর সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য তৎপর  গোসাবা থানার পুলিস। সকাল থেকে গোসোবা বিভিন্ন নদীর ঘাটে চলছে নাকা চেকিং (NAKA checking)।