WB Polls 2021 LIVE


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3.43pm


রাইপুরে সভা মমতার


* আমার স্বরাষ্ট্রসচিবকে ডেকে পাঠিয়েছে, ইলেকশন করবে নাকি সাক্ষী দিতে যাবে
* চক্রান্ত করছে কীভাবে মমতাকে মেরে ফেলা যায়, বাংলা দখল করা যায়
* প্রয়োজনে ভাঙা পা নিয়ে ইলেকশন কমিশনে ধরনা দেব
* ওদের গ্রামে ঢুকতে দেবেন না


3.9pm


মানবাজারে জনসভায় অভিষেক


* নির্দলকে ভোট দিলেও বিজেপিতে নয়
* ভারতকে দেউলিয়া করছে বিজেপি
* পুরুলিয়ায় ৮-০ করুন
* স্বামীজি আর যোগীর গেরুয়া এক নয়
* ভারতবর্ষের সীমান্ত নিয়ে যাঁরা ছেলেখেলা করে তাঁদের ছাড়বেন না। 
* বড় ফুলের থেকে টাকা নিয়ে ছোটো ফুলে ভোট দেবেন
* আওয়াজ তুলুন, যাতে মাটি কাঁপে
* মমতা না থাকলে বাংলায় সিপিএমের বন্দুক চলত


2.26pm 


* আমায় অনেক তপশিলি মেয়েকে বিয়ে দিয়েছি, যার সঙ্গে বিয়ে দিয়েছি তাঁকে চাকরিও দিয়েছি
* নানাভাষা নানা মত, নানা পরিধান
* এখন বাংলায় অর্ধেকের বেশি পেঁয়াজ উৎপন্ন করি। এবার আর নাসিক থেকে আনব না
* বাংলায় কৃষকদের অধিকার নষ্ট করতে দেব না
* কাজ নেই কর্ম নেই, এখানে বসে হামলা করার চক্রান্ত করছে
* এত চক্রান্ত করে যাঁরা তাঁদের সভায় লোক আসে না
* স্বরাষ্ট্রমন্ত্রী কমিশনে নাক গলাচ্ছে। আমার সন্দেহ আছে উনিই ইলেকশন কমিশন চালনা করছেন কিনা। 


2.9PM


ছাতনায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়


* কৃষকদের জমির খাজনা মুকুব
* গত ১০ বছরে বাংলায় উন্নয়নের জোয়ার
* বাংলায় বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে
* আমরা বাঁকুড়ায় পেঁয়াজ চাষ করি
* ছাত্র-যুবদের জন্য ঢেলে কাজ হচ্ছে
* বাঁকুড়াকে ভালবেসে আমি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি
* বায়ো টয়লেট, টিভি, ফ্রিজ করে দিয়েছে হোম টুরিজমের জন্য
* আমাদের বাঁকুড়ায় কৃষক-শ্রমিকরা খুব ভাল আছেন
* করোনায় আমায় রাস্তায় রাস্তায় ঘুরে গোল্লা কেটেছি, আমার করোনা হল না মানুষের ভালবাসায়


 



1.49pm


রঘুনাথ পুড়ে জনসভা অভিষেকের


* গরুর দুধ থেকে দিলীপ সোনা বের করবে, সেই সোনা দিয়ে মোদী শাহ সোনার বাংলা তৈরি করবে
* মুখ্যমন্ত্রীর হাত ধরেই পুরুলিয়ায় উন্নয়ন হবে
* ভোটের পর আর কাউকে পাওয়া যায়নি
* এলাকার উন্নয়নে সাংসদরা কিচ্ছু করেনি
* পরিসংখ্যান অনুযায়ী বিচার করুন
* সবাই আয়ুষ্মান ভারত পাবে না, কিন্তু স্বাস্থ্যসাথী সবাই পাবে
* বলুন কোনটা নেবেন, স্বাস্থ্যসাথী নাকি আয়ুষ্মান ভারত


1.16pm



1.15pm 


* আমারা ৪০ শতাংশ দারিদ্রতা কমিয়ে দিয়েছি
* দু-মাস পর থেকে ঘরে ঘরে রেশন পৌঁছে যাবে
* বাংলায় বিজেপির পদ্মফুল ফুটবে না
* গায়ের জোরে বাংলা জেতার চেষ্টা
* আমায় যে দু-বেলা ভাত রেঁধে দেয় সে বাউড়ি মেয়ে
* আমাদের সবার রক্ত এক
* আমরা সব করব
* বিজেপি ক্ষমতায় এলে কথা বলা বন্ধ করে দেবে
* ভোটের সময় আপনার টাকা আপনাকেই ঘুষ দেয়
* 'বিজেপি, আমায় খুন করলেই জিতে যাবে ভেবেছ?


1.6pm বাঁকুড়ায় মমতা


* আমি যখন হাঁটি উন্নয়নও আমার সঙ্গে হাঁটে
* চিকিৎসকরা মানা করেছিল রিস্ক নিতে
* আমি ঘরে বসে থাকলে বিজেপি সাধারণ মানুষকে যন্ত্রণা দেবে
* ডানকুনি থেকে দুর্গাপুর, পানাগর সমস্ত জায়গায় জঙ্গলমহল শিল্প সুন্দরী তৈরি করছি
* লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে
* মূল্যবৃদ্ধিতে মানুষের সমস্যা হচ্ছে, বলুন, বিনা পয়সায় কেন গ্যাস দেবে না
* বিজেপির আমলে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে
* সব বিক্রি করে দেওয়া হচ্ছে
* আগামিদিন ব্যাঙ্কের টাকা পাওয়া যাবে কিনা কেউ জানে না।
* মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে থামানো যাবে না
* হোম মিনিস্টার দেশ চালাবেন নাকি কলকাতায় বসে চক্রান্ত করবে
* আমি কমিশনকে দেখতে বলব কেন ভোটের সময় পলিটিক্যাল লিডারদের উত্তক্তো করা হচ্ছে
* কোনও দুর্যোগেই আসে না কেন্দ্র


12.32 PM: আজ বাঁকুড়ায় ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী। দলীয় প্রার্থীদের সমর্থনে বেলা ১টা নাগাদ মেজিয়ায় প্রথম জনসভা করবেন তিনি। তারপর ছাতনার কমলপুরে দুপুর দেড়টা নাগাদ দ্বিতীয় জনসভা রয়েছে তাঁর। এরপর বিকেল তিনটে নাগাদ রাইপুরে শেষ জনসভা করবেন। দলীয় প্রার্থীদের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও এদিন তিনটি জনসভা  রয়েছে পুরুলিয়ায়। প্রথমে রঘুনাথপুর, তারপর মানবাজার এবং তারও পরে ছররায় জনসভা করবেন অভিষেক।