প্রসেনজিৎ সর্দার: আবারও উত্তপ্ত বাসন্তী। বাসন্তীর ডাগরামারি এলাকায় আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের মাদারের হয়ে নির্দল প্রার্থীরা প্রচার চালাচ্ছিল। সেই সময় তৃণমূলের যুবর তরফ থেকে মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। এলাকায় বোমা মারার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে আহত হয় বেশ কয়েকজন নির্দলের সমর্থক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপরেই ঘটনাস্থলে চলে আসে বাসন্তী থানার পুলিস। এলাকায় জমায়েত সরাতে পুলিস লাঠি চালিয়ে জমায়েত ছত্রভঙ্গ করার চেষ্টা করে। যে জায়গায় তৃণমূল কর্মী খুন হয় তার পাঁচ মিনিট দূরে এই ঘটনা ঘটে। ইতিমধ্যে এলাকা উত্তপ্ত হয়েছে। ঘটনার এলাকায় বাসন্তি থানার পুলিস রয়েছে। আহদের বাসন্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।


আরও পড়ুন: Jangipara: বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে উড়ে এল অজানা বস্তু, বোমা নাকি সুতলি দড়ি ধন্দে এলাকাবাসী


জানা গিয়েছে এই মুহূর্তে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে বাসন্তীতে। ঠিক যেখানে তৃণমূল কর্মীকে খুন করা হয় শনিবার তাঁর থেকে ঢিল ছোঁড়া দুরত্বে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে সেই অঞ্চলে বোমাবাজি করা হয়েছে। একাধিক নির্দল কর্মীকে মারধর করা হয়েছে বলেও জানা গিয়েছে।


আরও পড়ুন: Bengal Weather Today: উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি


কেন বার বার উত্তপ্ত হচ্ছে বাসন্তী সেই প্রশ্নই উঠছে সাধারণ মানুষের মধ্যে। বিরোধীরা জানিয়েছেন, তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের মধ্যে মতপার্থক্য, এলাকা দখল, প্রার্থীপদ না পাওয়া একাধিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে।    


স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্পূর্ণ ঘটনা তৃণমূলের যুবর তরফে অস্বীকার করা হয়েছে। মাদারের সমর্থকদের দাবি তাঁর উপরে হামলা চালানো হয়েছে। এলাকার বিধায়ক অস্বীকার করেছেন যে তৃণমূল কর্মী খুন হয়েছে তিনি রাজনৈতিক কারণে খুন হয়েছেন। অন্যদিকে পরিবারের অভিযোগ গোষ্ঠীকন্দলের কারণেই খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)