Jangipara: বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে উড়ে এল অজানা বস্তু, বোমা নাকি সুতলি দড়ি ধন্দে এলাকাবাসী

ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার আটপুর পঞ্চায়েতের রাজহাটি গ্রামে। বোমা দুটি উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিস। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী রাজকুমার মালিক। সুতলি পাকানো এই বস্তু বোমা কিনা তা খতিয়ে দেখছে পুলিস।

Updated By: Jul 2, 2023, 10:49 AM IST
Jangipara: বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে উড়ে এল অজানা বস্তু, বোমা নাকি সুতলি দড়ি ধন্দে এলাকাবাসী
নিজস্ব চিত্র

বিধান সরকার: জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীকে লক্ষ করে বোমা ছোঁড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার আটপুর পঞ্চায়েতের রাজহাটি গ্রামে। বোমা দুটি উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিস। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী রাজকুমার মালিক। সুতলি পাকানো এই বস্তু বোমা কিনা তা খতিয়ে দেখছে পুলিস।

জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির ৭ নম্বর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজকুমার মালিক। তাঁর অভিযোগ শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দুজন ব্যক্তি তার পিছু নেয় এবং প্রথমে তাকে গালিগালাজ করে। পরে তাকে লক্ষ করে কিছু একটা ছুড়ে দেয় দুষ্কৃতীরা। যদিও তারা লক্ষভ্রষ্ট হয়। পরে তিনি দেখেন রাস্তায় বোমার মত কিছু একটা পরে আছে। দুষ্কৃতীরা বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেয়।

আরও পড়ুন: Bengal Weather Today: উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

বিজেপি কর্মী ও সাধরণ মানুষ এলাকায় জড়ো হয়। জাঙ্গিপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিস এসে তা উদ্ধর করে নিয়ে যায়। বিজেপি প্রার্থী হওয়ার কারণেই তার উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী রাজকুমার মালিকের।

বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, ‘তৃণমুল ভয় পেয়ে সন্ত্রাস করে মানুষের মধ্যে ভীতি তৈরি করে এই পঞ্চায়েত নির্বাচন জিততে চাইছে’। পুলিসের বিবৃতি ‘বোমা নয় সুতলি দড়ি’।

আরও পড়ুন: WB Panchayat Election 2023: 'দলীয় কর্মীদের হয়েই প্রচার করব', ভোলবদল মনোরঞ্জন ব্যাপারীর...

যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন বলেন, ‘বিজেপি মিথ্যে অভিযোগ করছে। ওটা বোমা নয় সুতলি দড়ি। জাঙ্গিপাড়ায় বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই মিথ্যে অভিযোগ করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। বোমার ঘটনা যদি সত্যি হয় তাহলে থানায় অভিযোগ করুক প্রশাসন ব্যবস্থা নেবে’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.