জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা রাজ্যেই তৃণমূলের জয়জয়কার। বাঁকুড়াও এর বাইরে নয়। গ্রাম পঞ্চায়েতের তিন স্তরেই কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে বাঁকুড়া জেলায়। আর তাতেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। আজ, বুধবার বাঁকুড়া শহরে সবুজ আবির উড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিছিল করেন তৃনমূলকর্মী-সমর্থকেরা। পথচলতি মানুষকে মিষ্টি খাইয়ে চলে জয়ের উদযাপন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Malbazar: পঞ্চায়েতের ফলপ্রকাশের বৃষ্টিভেজা রাতে পাঁচটি বাড়ি গুঁড়িয়ে দিল বুনো হাতি...


বাঁকুড়া জেলা পরিষদে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। ৫৬টি আসনের ৫৫টি গিয়েছে তাদের ঝুলিতে। জেলার ২২টি পঞ্চায়েত সমিতির সবক'টিতে এবং জেলার ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬২ তে জয় পেয়েছে ঘাসফুল শিবির।


বিপুল এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবিরের কর্মীরা। গতকাল, মঙ্গলবার থেকেই জেলা জুড়ে শুরু করেছে উদযাপন। আজ, বুধবারেও তা অব্যাহত। জেলা জুড়ে তৃণমূলের এই বিপুল জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়েছে বাঁকুড়া শহরেও। আজ আইএনটিটিইউসি নেতা-কর্মীরা হাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সবুজ আবির উড়িয়ে মিছিল করেন। পথচারীদেরও মিষ্টিমুখ করানো হয়।


আরও পড়ুন: WB Panchayat Election 2023: জয়ের বারো ঘণ্টার মধ্যেই পতাকা বদল সিপিএমের ৩ জয়ী প্রার্থীর, ব্যাখ্যা দিল লাল শিবির


পঞ্চায়েতের মোট আসন ৩১২৯টি। এর মধ্যে ২০২৭টিতে জয়ী তৃণমূল, বিজেপি ৪৪৭টি, বাম পেয়েছে ১২৪টি, কংগ্রেস পেয়েছে ৪টি, অন্যান্য ৬৭টি। বিষ্ণুপুর বিধানসভা গ্রামসভায় ৩১৭ টি বুথের মধ‍্যে ৯টি-তে বিরোধীরা বিজয়ী হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)