`নিজেদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখাক বিজেপি`, রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ অভিষেকের
অভিষেক বলেন, `বিজেপি যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভাণ্ডার ২০০০ টাকা করে দেব। আমি সোজা কথা সোজা ভাবে বলব। বিজেপি প্রায় ১২ টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। ১ টা রাজ্যে সমস্ত মহিলার হাতে ২০০০ বলেছে একহাজার টাকা যদি পৌঁছে দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নবজোয়ারের পর এবার পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের বিভিন্ন জেলায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন পুরুলিয়ার বাঘমুণ্ডিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করেন তিনি। বিজেপি বলছে ক্ষমতায় এলে ২০০০টাকা করে দেবে। অভিষেকের চ্যালেঞ্জ, ১২ টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। যে কোনও একটি রাজ্যে ২ হাজার নয় ১০০০ টাকা দিয়ে দেখাক গেরুয়া দল।
পুরুলিয়ার জনসভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, 'বিজেপি যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভাণ্ডার ২০০০ টাকা করে দেব। আমি সোজা কথা সোজা ভাবে বলব। বিজেপি প্রায় ১২ টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। ১ টা রাজ্যে সমস্ত মহিলার হাতে ২০০০ বলেছে একহাজার টাকা যদি পৌঁছে দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে। সবার সামনে কথা দিয়ে যাচ্ছি'।
পুরুলিয়া লোকসভা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। তার রেশ বজায় থেকে ফল খারাপ হয় বিধানসভাতেও। পুরুলিয়ার ফল বদলে সচেষ্ট হয় শাসক দল। তাই রোড শো, জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।প্রসঙ্গত, তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৃহবধূদের আর্থিকভাবে খানিকটা স্বাবলম্বী করার উদ্দেশে চালু করেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে হাতখরচ বাবদ ঘরের মহিলারা পান ৫০০ টাকা করে। তফসিলি জাতি, উপজাতির মহিলারা পান এক হাজার টাকা করে।
আরও পড়ুন, Mamata Banerjee: পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে ভার্চুয়াল সভা, বগটুই প্রসঙ্গ তুললেন মমতা