WBBSE Madhyamik Examination 2023: ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা, কবে কোন পরীক্ষা জেনে নিন
আগামী বছরের পরীক্ষাসূচি ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি। ৪ মার্চ পরীক্ষা শেষ হবে।
নিজস্ব প্রতিবেদন: ২০২২ সালের মাধ্যমিকের ফল ঘোষণার পাশাপাশি ২০২৩-এর পরীক্ষাসূচিও জানিয়ে দিলেন মধ্য শিক্ষা পর্ষদ। আগামী বছরের পরীক্ষাসূচি ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি। ৪ মার্চ পরীক্ষা শেষ হবে।
আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৪ মার্চ। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
নিয়ম মাফিক, এবারেও পরীক্ষার সময় ছিল মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। তার মধ্যে প্রথম ১৫ মিনিট দেওয়া হত প্রশ্নপত্র পড়ে দেখার জন্য। পরের ৩ ঘণ্টায় উত্তর লেখে পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষাতেও নিরাপত্তায় বিশেষ জোর দেয় পর্ষদ। প্রশ্নফাঁস তথা যেকোনও রকমের বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা চলাকালীন কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন, WB Madhyamik Results 2022: মাধ্যমিকের মেধাতালিকায় ১১৪ জন, পাশের হার ৮৬.৬ শতাংশ