WB Madhyamik Results 2022: মাধ্যমিকের মেধাতালিকায় ১১৪ জন, পাশের হার ৮৬.৬ শতাংশ

West Bengal Madhyamik Result 2022: সকাল ১০টা থেকেই www.wbbse.wb.gov.in, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.results.siksha, www.schools9.com, www.fastresult.in -এই ওয়েবসাইটগুলিতে পড়ুয়ারা দেখতে পাবেন মাধ্যমিকের ফল।

Updated By: Jun 3, 2022, 11:13 AM IST
WB Madhyamik Results 2022: মাধ্যমিকের মেধাতালিকায় ১১৪ জন, পাশের হার ৮৬.৬ শতাংশ
নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন: আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ন'টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল (WBBSE X Results 2022) ঘোষণা করা হবে। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। পরীক্ষার ৭৮ দিনের মাথায় এবার প্রকাশিত হচ্ছে ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ।

সকাল ১০টা থেকেই  এই ওয়েবসাইটগুলিতে পড়ুয়ারা দেখতে পাবেন মাধ্যমিকের ফল- 

www.wbbse.wb.gov.in,  

wbresults.nic.in,  

www.exametc.com,  

www.indiaresults.com,  

www.results.siksha,  

www.schools9.com,  

www.fastresult.in 

WBBSE 10th Result 2022 কীভাবে রেজাল্ট দেখবেন-  সরাসরি রেজাল্টের লিঙ্কে যান হোমপেজে, 'পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল 2022'-এ ক্লিক করুন। একটি নতুন পেজ দেখা যাবে। সেখানে আপনার রোল নম্বর লিখুন। রেজাল্ট স্ক্রিনে দেখানো হবে।এটা ডাউনলোড করতে পারেন।

এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। আর ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার পর্ষদের নির্ধারিত ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সেইসঙ্গে শুক্রবারই পরীক্ষার্থীদের হাতে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে পর্ষদ।

নিয়ম মাফিক, এবারেও পরীক্ষার সময় ছিল মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। তার মধ্যে প্রথম ১৫ মিনিট দেওয়া হত প্রশ্নপত্র পড়ে দেখার জন্য। পরের ৩ ঘণ্টায় উত্তর লেখে পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষাতেও নিরাপত্তায় বিশেষ জোর দেয় পর্ষদ। প্রশ্নফাঁস তথা যেকোনও রকমের বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা চলাকালীন কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা এদিন ফলপ্রকাশের পর জানাতে পারে পর্ষদ।

* ষষ্ঠ হয়েছেন ৬ জন। প্রাপ্ত নম্বর ৬৮৮। সপ্তম হয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭। অষ্টম হয়েছেন ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬। নবম হয়েছেন ১৫ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫। দশম হয়েছেন ৪০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৪।

* পঞ্চম স্থানে রয়েছেন ১১ জন। সৌহার্দ্য সিনহা, দেবদত্ত কুণ্ডু, ধ্রুবজিৎ সাহা, আরমান ইস্তেয়াক আলি, আর্জিনি সাহা, অনিন্দ্য সাহা, সামিয়া ইয়াসমিন, জেনিফার রানা, পৌলমী বেড়া, শুভ্র দত্ত, সম্রাট মণ্ডল, শুভজিৎ সাহা পঞ্চম স্থানে রয়েছেন।

*৬৯০ নম্বর পেয়ে চতুর্থ অভিষেক দত্ত, অভীক দাশ, সাগ্নিক কুমার দে।। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুলে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন। 

*চতুর্থ হয়েছেন চার জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। পঞ্চম স্থানে রয়েছেন ১১ জন। 

*৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।

*৬৯২ পেয়ে দ্বিতীয় স্থানে মালদহ গাজোল আদর্শ বাণী বিদ্যালয়ের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মন্ডল। তৃতীয় অনন্যা দাশগুপ্ত, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। এবারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন।

*এই বছর প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। নম্বর পেয়েছেন ৬৯৩। 

*পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। 

আরও পড়ুন, Mamata Banerjee In Kamarkundu: কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীকে ডাকার অনুরোধ রেলের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)      

.