নিজস্ব প্রতিবেদন: রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ (WBJEE Result 2022)। পরীক্ষা শেষের দেড় মাস পর ফলপ্রকাশ। মডেল উত্তরপত্র ও ওএমআর শিট স্ক্যান করে আপলোড করতে ৭-৮ দিন সময় বেশি লাগে। সেইকারণেই রেজাল্ট আউট করতে খানিকটা দেরি বলে জানালেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। একইসঙ্গে তিনি আরও জানান, অনলাইন কাউন্সেলিং শুরু হওয়ার আগে সিট ম্যাট্রিক্স করতে হয়। কলেজ ও ইউনিভার্সিটির তরফে সেই সিট ম্য়াট্রিক্স নির্ধারণ করার কাজ চূড়ান্ত হলে পর, তারপরই অগাস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হবে। তিন রাউন্ডে কাউন্সেলিং হবে। সেপ্টেম্বেরের মধ্যেই শেষ হবে কাউন্সেলিং। গতবারের তুলনায় ২০ শতাশ বেশি পরীক্ষার্থী ছিল এবারের জয়েন্টে। মোট পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৪১৩ জন। পাস করেছে ৯৮.৫ শতাংশ ছাত্রছাত্রী। তারা Rank পেয়েছে। জেলাভিত্তিক ফলাফলে জয়েন্টের রেজাল্টে শীর্ষে উত্তর ২৪ পরগনা জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। তারপর যথাক্রমে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হুগলির ফলাফল সবচেয়ে ভালো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে জয়েন্টের মেধাতালিকা:


প্রথম- হিমাংশু শেখর, ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল, CBSE


দ্বিতীয়- হিমাংশু শেখর, শিলিগুড়ির নির্মাণবিদ্যা জ্যোতিশিক্ষা স্কুল,  CBSE


তৃতীয়- সপ্তর্ষি মুখার্জি, ফিফচার ফাউন্ডেশন, ISC


চতুর্থ- জাহ্নবী শ, সাউথ পয়েন্ট হাইস্কুল,  CBSE


পঞ্চম- কৌস্তভ চৌধুরী, কোচবিহার জেনকিন্স স্কুল, WBCHSE


ষষ্ঠ- সৌম্যপ্রভ দে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল, WBCHSE 


সপ্তম- দেবরাজ কর্মকার, জামশেদপুরের ডিবিএমএস কদমা হাইস্কুল, CBSE


অষ্টম- অগ্নিদ্র দে, সাউথ পয়েন্ট হাইস্কুল, CBSE


নবম- অয়ন অধিকারী, ক্যালকাটা বয়েজ স্কুল, ISC


দশম- শুভঙ্কর ব্যানার্জি, সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুর, ISC


মেধাতালিকায় ৫ জন CBSE, ২ জন ISC ও ২ জন ওয়েস্টবেঙ্গল বোর্ডের পরীক্ষার্থী স্থান পেয়েছে।


আরও পড়ুন, Malda: 'অগ্নিপথ' বিতর্কের মাঝেই খুশির খবর, সেনার সর্বভারতীয় পরীক্ষায় বড় সাফল্য মালদহের অর্ণবের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)