জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে বলাই যায় বাংলার ছয় কেন্দ্রের উপনির্বাচনের রং সবুজ। বাংলার হাফ ডজনে সাধারণ মানুষের পছন্দ তৃণমূল। লোকসভা ভোটের ফলাফল মানুষকে অবাক করে দিয়েছিল। যদিও সেই ফলাফল নিয়ে আশাবাদী ছিলেন তৃণমূল নেতৃত্বরা। কিন্তু আর জি কর আবহে তৃণমূলের উপনির্বাচন নিয়ে তৈরি হয়েছিল নানান জল্পনা। কারণ মানুষের আক্রোশ শাসকদলের উপর বারবার পরেছে। কিন্তু তারপরেও আর জি কর বিতর্কের ছাপ নেই, গ্রামবাংলায় ঘাসফুলেরই দাপাদাপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Vidyasagar State General Hospital: রোগী মৃত্যুতে রণক্ষেত্র বিদ্যাসাগর হাসপাতাল! ফের অন ডিউটি নার্সদের উপর অত্যাচার... 


ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরের মধ্যে উপনির্বাচনের ফল পরিষ্কার হওয়ার পরেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি মেঘালয়ের মানুষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিরোধীদের 'জমিদার' বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)