নিজস্ব প্রতিবেদন:  ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে। দল বদলের জন্য চাপ দেওয়া হয়েছিল। দিল্লি থেকে ফিরে এসে ফের তৃণমূলেই যোগ দেন তাঁরা। কাঁচরাপাড়ায় কাউন্সিলরদের নিয়ে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন ফিরহাদ হাকিম। কাঁচরাপাড়ার পাঁচ জন কাউন্সিলর ইতিমধ্যেই তৃণমূলে ফিরে এসেছেন। আরও তিন জন আসবেন বলে দাবি করেন ফিরহাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



কাঁচরাপাড়া পুরসভার মোট ২৪ জন কাউন্সিলর। তাঁদের মধ্যে একজন বিজেপির, একজন নির্দল। ২২ জন তৃণমূলের। নির্বাচনের পর ১৭জন দিল্লিতে যান। এরপর দিল্লি থেকে ফিরে ৫ জন কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দেন। এরফলে তৃণমূল কাউন্সিলরের সংখ্যা হয় (২২-১৭+৫=১০)। সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও তিন জন প্রয়োজন।


এক ভোটের ব্যবধানে হরিণঘাটা পুরসভা দখলে রাখল তৃণমূল


এদিনের সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম দাবি করেন, তিন জন কাউন্সিলর ফের তৃণমূলে ফিরে আসবেন। এমনকি কাঁচরাপাড়া পুরসভায় চেয়ারম্যান সুদামা রায়ও তৃণমূলে ফিরে আসবেন বলে দাবি করেন ফিরহাদ হাকিম। যদিও বুধবারই জি ২৪ ঘণ্টার প্রতিনিধিকে কাঁচরাপাড়ার চেয়ারম্যান সুদামা রায় জানিয়েছেন, “তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন।” কাঁচরাপাড়া পুরসভা তৃণমূলই পুনর্দখল করবে বলে দাবি করেন ফিরহাদ।