নিজস্ব প্রতিবেদন: উত্তরের পর এবার দক্ষিণের পালা। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গে নাগাড়ে বর্ষণের পর শুক্রবার দক্ষিণবঙ্গে বর্ষণের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। 
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ছত্তিসগড়ের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ বঙ্গে ঢুকেছে প্রচুর জলীয় বাস্প। যার জেরে সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে বাতাসের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। সঙ্গে দিতে পারে দমকা হাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থগিত জামিনের আবেদনের রায়দান, আরও এক রাত জেলেই কাটাতে হবে সলমনকে


এপ্রিলের শুরুতে এখনো গরমের দাপট তেমনভাবে শুরু হয়নি। আবহবিদদের মতে, নিয়মিত ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলেও নাভিশ্বাস তুলবে আপেক্ষিক আর্দ্রতা।