নিজস্ব প্রতিবেদন: প্রবল বৃষ্টি ও ধুলো ঝড়ে বিদ্ধস্ত রাজস্থান এবং উত্তরপ্রদেশ। এই দুই রাজ্যে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকার্য, ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে পশ্চিবঙ্গের কপালেও চিন্তার ভাঁজ। কারণ এ রাজ্যেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


আলিপুরের ঘোষণা অনুযায়ী, উত্তরবঙ্গে কালবৈশাখী হতে পারে। ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই মালবাজারে বৃষ্টি। বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, এবং মালদহে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং  কালিম্পঙে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও আজ সারাদিন আংশিক মেঘলা থাকবে আকাশ। বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- রক্তাক্ত স্কুল ইউনিফর্ম, গল্ফ গ্রিনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ