নিজস্ব প্রতিবেদন: বছর শুরুর দিনেই এল খুশির খবর। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই জাঁকিয়ে পড়বে শীত। মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে ঘূর্ণাবর্ত কেটে ‌যাওয়ায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গে নামবে পারদ। শীতের কামড় শক্ত হবে উত্তরবঙ্গেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পিকনিক করতে গিয়ে দামোদরে তলিয়ে যাওয়া ৫ যুবকের দেহ উদ্ধার


ত্রিপুরা ও বাংলাদেশের ওপর অবস্থিত গোঁয়াড় ঘূর্ণাবর্তে ডিসেম্বরে শীতের স্বাদ পায়নি বাঙালি। নাতিশীতোষ্ণ বড়দিন ও নববর্ষ উজ্জাপনের পরই এসেছে আশার খবর। উপগ্রহ চিত্র বলছে, ঘূর্ণাবর্ত সরেছে মায়ানমার উপকূলে। ‌যার জেরে চলতি সপ্তাহে ক্রমশ সক্রিয় হবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। ক্রমশ নামবে তাপমাত্রা।


মৌসম ভবনের উপগ্রহ চিত্র বলছে, দক্ষিণবঙ্গে শীতের কামড় প্রথম টের পাওয়া ‌যাবে পশ্চিমের জেলাগুলিতে। ক্রমশ গাঙ্গেয় উপত্য়কাকে গ্রাস করবে উত্তুরে হাওয়া। ‌যার জেরে ৮ ডিসেম্বর কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা নেমে ‌যেতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পুরুলিয়ার কিছু এলাকা ও দুই জেলার উপকূল বাদ দিলে গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ১০ - ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে।



আরও পড়ুন: বর্ষবরণের রাতে বন্ধুর বাড়ির পার্টিতে গুলিবিদ্ধ হয়ে 'খুন’ যুবক


উত্তরবঙ্গেও শীতের প্রকোপ বাড়বে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মালদা ও দুই দিনাজপুরে তাপমান থাকবে ৮-১০ সেলসিয়াসের মধ্যে। ডুয়ার্সেও নামবে তাপমাত্রা। সেখানে পারদ থাকতে পারে ৬ - ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


আগামী ১০ দিনে পশ্চিমবঙ্গের কোথাও কোনও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।