বর্ষা ঢুকবে সময়েই, তবে ততদিন পুড়তে হবে গরমে, বলছে হাওয়া অফিস
আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুসারে ৫ জুনের পর যে কোনও সময় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। সাধারণত ৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়। তার কয়েকদিন আগেই এবার দক্ষিণবঙ্গে পৌঁছতে পারেন বর্ষারানি।
নিজস্ব প্রতিবেদন: নির্দিষ্ট সময় পশ্চিমবঙ্গে ঢুকবে বর্ষা। তবে ততদিন দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সইতে হবে অসহ দহন। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার, লোকসভা নির্বাচনের ভোটগণনার দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা একটু বেশি হলেও হলফ করে কিছু বলা যাচ্ছে না। বরং উত্তরবঙ্গের বাসিন্দাদের বরাত ভাল। প্রায় রোজই ঝড়বৃষ্টি হবে সেখানে।
আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুসারে ৫ জুনের পর যে কোনও সময় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। সাধারণত ৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়। তার কয়েকদিন আগেই এবার দক্ষিণবঙ্গে পৌঁছতে পারেন বর্ষারানি। তবে ততদিন অন্তত চরম দাবদাহ সহ্য করতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
গত কয়েকদিন দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হয়েছে। তবে তার প্রভাব সীমিত ছিল ছোট এলাকায়। পশ্চিমের জেলাগুলিতে গরম যেমন বেশি তেমন বৃষ্টিও হয়েছে বেশি। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন গরমের শরিক হবে আর্দ্রতা। যার ফলে অস্বস্তিসূচক চরমে পৌঁছবে।
গণনার আগের দিন মেজাজ হারালেন রবীন্দ্রনাথ ঘোষ! পুলিস সুপারকে আঙুল উঁচিয়ে হুমকি
আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে থাকবে।