Weather Today: আগামী ২৪ ঘণ্টায় কমবে বৃষ্টির দাপট, শুক্রবার বৃষ্টির দাপট বাড়বে কলকাতায়
বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বৃষ্টি হলে কিছুক্ষণের জন্য স্বস্তি পাওয়া যাবে। যদিও বৃষ্টি কমলেই আবার আগের পরিস্থিতি দেখা যাবে। খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়।
অয়ন ঘোষাল: গোটা রাজ্যে মঙ্গলবার থেকে আগামি ২৪ ঘণ্টা বৃষ্টি কিছুটা কম থাকবে। যদিও দক্ষিনের তুলনায় উত্তরে বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত ৭২ ঘণ্টার তুলনায় আজ কিছুটা কমবে বৃষ্টির ব্যাপকতা। পার্বত্য সহ তরাইয়ের জেলা এবং দুই দিনাজপুর এবং মালদায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে দু-এক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মুর্শিদাবাদ এবং বীরভূমে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই অঞ্চলে।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উপকূলীয় জেলাগুলি যেমন দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষার বৃষ্টি দেখা যাবে। মৌসুমী বায়ু দুর্বল থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ বৃষ্টিপাত হবে না। হুগলি এবং নদীয়া জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি দেখা যাবে।
আরও পড়ুন: Ketugram: কেতুগ্রামে নার্সের হাত কাটার ঘটনায় স্বামী-সহ ৪ অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজত
কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সকালের দিকে মাঝে মাঝে রোদ দেখা যাবে। বেলা বাড়লে মূলত মেঘলা আকাশ দেখা যাবে। আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ পেরিয়ে যাবে। ফলে বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বৃষ্টি হলে কিছুক্ষণের জন্য স্বস্তি পাওয়া যাবে। যদিও বৃষ্টি কমলেই আবার আগের পরিস্থিতি দেখা যাবে। খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়।
কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য কমে ৩২ ডিগ্রি হয়। রাতের তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।