Weather update: এখনই কাটছে না বৃষ্টির ভোগান্তি, রেহাই নেই উত্তরবঙ্গেরও
আগামী ২৫ জানুয়ারি মঙ্গলবার অনেকটাই কমে যাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব
নিজস্ব প্রতিবেদন: সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বহু জেলায়। আকাশের মুখ ভার। এই অবস্থা থেকে এখনই মুক্তি নেই রাজ্য়ের। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস(Weather Update) অনুয়ায়ী, রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি। রবিবার নদিয়া, মুর্শিদাবাদ,পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
আগামী ২৫ জানুয়ারি মঙ্গলবার অনেকটাই কমে যাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এমনটাই বলছে আবহাওয়া দফতর। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার রাজ্যের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। আকাশ হয়ে যেতে পারে মেঘমুক্ত। তবে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা(South 24 Prgs), পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-Bankura: মমতার 'অনুপ্রেরণা'য় চপ ভাজলেন BJP বিধায়ক
রাতের তাপমাত্রার আপাতত কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বুধবারের পর থেকে, অর্থাত্ বৃষ্টি কমে গেলে রাতের তাপমাত্র পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গে ২২-২৪ জানুয়ারি পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা থাকবে। ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিঙে আগামী কয়েকদিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের প্রভাবে আবারো চাষীদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধস নামার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়।