নিজস্ব প্রতিবেদন: রাজ্যের ১৬ জেলায় আজও শৈত্যপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গের ৪ জেলায় অতি ঘন কুয়াশার দাপট রয়েছে। দক্ষিণবঙ্গের ১২ জেলায় শৈত্যপ্রবাহ অব্য়াহত। আগামিকাল থেকে উত্তরবঙ্গ এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। হতে পারে তুষারপাতও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।


আরও পড়ুন: রাজ্যে দীর্ঘতম, মমতার হাত ধরে Teesta নদীর উপরে উদ্বোধন হল 'জয়ী সেতু'-র


হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশার দাপট রয়েছে। মালদা, দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারের শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-এ।


দক্ষিণবঙ্গে কলকাতায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি।