ওয়েব ডেস্ক: প্রথমে মনে হয়েছিল, ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ। কিন্তু না। ভাল করে পর্যবেক্ষণের পর দেখা গিয়েছে, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে নিম্নচাপ। তাই এখনই রেহাই নয়। রাতে কিছুটা কমলেও বৃষ্টি চলবে দিনভর। জানাল হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। চিন্তা বাড়াচ্ছে বর্ধমান, বাঁকুড়া বীরভূম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কুঁয়ে নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি এখন মুর্শিদাবাদেও


এদিকে, রাত্রে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বরে ফের জল বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনের বৃষ্টিতে দ্বারকেশ্বরের ওপর ভাদুল সেতু জলের তলায়। নতুন করে জল বাড়ায় সেতুর ওপর জল আরও বেড়েছে। বন্ধ ভাদুল থেকে সুরপানগর যাতায়াতের সড়ক পথ।


আরও পড়ুন  ভারীবৃষ্টিতে জল থৈ থৈ পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ শিবির খুলেছে হাওড়া পুরসভা